গত কয়েক মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় রীতিমতো নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে দেশের প্রায় সব শ্রেণির মানুষকে। আর এই পরিস্থিতিতে মাত্র এক রাতেই জ্বালানী তেলের দাম আকাশ ছোঁয়া হওয়ায় নতুন করে আরও বিপাকে পড়তে হচ্ছে সবাইকে।
আর সেহেতু দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে ঘিরে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে রাস্তায় নেমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি সম্পর্কে অবিলম্বে ডিএমপি কন্ট্রোল রুমকে জানাতে বলা হয়েছে।
শনিবার (০৬ আগস্ট) ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের পক্ষে অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আখতার ওয়্যারলেস সেটের মাধ্যমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির একাধিক কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক (ডিসি) পদমর্যাদার এক কর্মকর্তা জানান, শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিলে পুলিশের গাড়ি ভাঙচুরের চেষ্টা করা হয়। এ ধরনের পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য ডিএমপি কমিশনার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে বলেছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক পদমর্যাদার একজন কর্মকর্তা জানান, ডিএমপি কমিশনারের এই নির্দেশনা নিয়মিত কার্যক্রমের অংশ। ডিএমপির আওতাধীন এলাকার মাঠ কর্মকর্তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন সময় এ ধরনের নির্দেশনা দিয়ে থাকেন।
হঠাৎই দেশে জ্বালানি তেলের দাম অধিক হারে বৃদ্ধি পাওয়ায় রীতিমতো রাস্তায় প্রতিবাদে নেমেছেন বিভিন্ন শ্রেণির মানুষ। সংবাদ মাধ্যমকে এ বাইকারকে বলতে শোনা যায়, তেলের দাম এতো বাড়তে, তা যদি আগে জানতেন তাহলে বাইক না কিনে ছাইকেল কিনতেন।