গুরুতর অসুস্থ অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি তার ফেসবুক পেজে এটি পোস্ট করেছেন।
সোমবার রাত সোয়া ১১টার দিকে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন- এই আবহাওয়া ও মশার কবলে পুরো শহর। মেয়ের ডেঙ্গু হয়েছিল এবং এখন সেরে উঠছে। আমি সব সময় খুব ক্লান্ত বোধ করি এবং প্রচণ্ড মাথাব্যথা সহ জ্বর অনুভব করি। আপনাদের যদি এই লক্ষণগুলির মধ্যে কোনটি থাকে তবে দয়া করে পরীক্ষা করুন।
শ্রীলেখা আনন্দবাজার অনলাইনকে বলেন, খুব মাথা যন্ত্রণা। কিছুক্ষণ পরেই ডেঙ্গু পরীক্ষা করতে আসবে। একদম ভালো লাগছে না। কথা বলতেও ইচ্ছা করছে না।
গত কয়েক বছরে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। এর বাইরে তিনি তার পরিচালনায় অনেক মনোযোগ দিয়েছেন। তার পরিচালিত শর্ট ফিল্ম ‘আর চাদ’ও সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে।
সম্প্রতি মুক্তি পেয়েছে তার হিন্দি ধারাবাহিকের প্রথম ঝলক। মেয়ে দ্বাদশ শ্রেণির পড়া চুকিয়ে কলেজে গেলে তিনিও হয়তো মন দেবেন মুম্বাইয়ের কাজে। এ ছাড়া এ বছরই শেষ করেছেন তথাগত মুখোপাধ্যায়ের ‘পারিয়া’ ছবির কাজ।