মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাঁস কিছু দিন আগে খোঁজ খবর নিতে গিয়েছিলেন বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায়।এবার সেই ধারাবাহিকতায় নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যায় জাতিসংঘের প্রতিনিধি দল। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহীনবাগের বাসায় সাজেদুল ইসলাম সুমনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন প্রতিনিধি দলের সদস্যরা।
প্রতিনিধি দলে ছিলেন জাতিসংঘ ঢাকা কার্যালয়ের মানবাধিকার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান ও মানবাধিকার বিষয়ক উপদেষ্টা জাহিদ হোসেন। এ সময় তারা সাজেদুলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
২০১৩ সালে নিখোঁজ হওয়া বিএনপি নেতা সাজেদুলের বোন সানজিদা ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস দেশে আসার কারণে তাকে কোনো চাপ বা কোনো ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে কিনা তা জাতিসংঘের সদস্যরা অনুসন্ধান করেছেন।
প্রসঙ্গত, গেল বছরের ডিসেম্বর মাসের ১৪ তারিখ নিখোঁজ এই বিএনপি নেতার বাড়িতে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।সৌজন্য সাক্ষাৎ শেষে সেখান থেকে ফেরার পথে তার পথ অবরোধ করে কয়েকজন। এরপর তারা তার স্মারকলিপি নেয়ার চেষ্টা করে। আর সেই ঘটনায় বেশ উত্তাল হয় দেশ।এ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।