আল্লহর অনুগত্ব শিকার করে তার দয়া কামনার জন্য একজন মুসলমান হজ, যাকাত, নামাজ ইত্যাদি অনেক পন্থা অবলম্ভন করেন। তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে হজ। হজে গিয়ে একজন মুসলমান নিজের জীবনের সকল পাপকে মাপ করানোর জন্য আল্লাহ দয়া ভিক্ষা চায়। তবে বাংলাদেশি এক যুবক হজ পালন করতে নেমে পড়ে ভিক্ষা চাইতে।
সৌদি আরবে হজ করতে যাওয়া সেই বাংলাদেশি ভিক্ষা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন। পরে বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা তাকে মুচলেকায় মুক্তি দেন। ২২ জুন মদিনায় ভিক্ষা করতে গিয়ে স্থানীয় পুলিশ তাকে গ্রেফতার করে।
রাজধানীর ধানসিঁড়ি ট্রাভেল এয়ার সার্ভিসের মাধ্যমে হজে গেছেন মেহেরপুরের গাংনীর বাসিন্দা মতিয়ার রহমান। গত ২৪ জুন এজেন্সির মালিককে কারণ দর্শানোর নোটিশ জারি করে ধর্ম মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধনসিন্দ্রি এজেন্সির কাছে তীর্থযাত্রীকে গাইড করার জন্য কোনো মোয়াল্লেম নেই এবং তীর্থযাত্রীর জন্য কোনো বাড়ি বা হোটেলও নেই। এটি হজযাত্রীদের পাঠানোর শর্তের সম্পূর্ণ বিপরীত।
কেন হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইনে এজেন্সির বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে নোটিশে।