আসন্ন হজ মৌসুমে মক্কায় প্রায় ২০ লাখ হজযাত্রীর থাকার ব্যবস্থা পরিকল্পনা করছে সৌদি আরব। মক্কার মেয়র অফিসের মুখপাত্র ওসামা জায়াতুনি এ তথ্য জানিয়েছেন।
গালফ নিউজ রোববার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওসামা জায়াতুনি বলেছেন, মক্কা শহর কর্তৃপক্ষ এবার চার হাজার ভবনকে লাইসেন্স দেয়ার পরিকল্পনা করছে, যেগুলোতে ৫ লাখ রুম থাকবে। ইতোমধ্যে এক হাজার ভবনকে লাইসেন্স দেয়া হয়েছে।
তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, গত বছরের তুলনায় এ বছর উপস্থিতির সংখ্যা বাড়বে বলে তারা আশা করছেন।
গত বছর ১৮ লাখ মানুষ পবিত্র হজ পালন করেন। বৈশ্বিক মহা”মারীর পর গত বছর কোনো বাধা ছাড়াই হজ উদযাপিত হয়েছিল।
পবিত্র নগরী মক্কায় হাজিদের থাকার লাইসেন্স চেয়ে অনেক আবেদন আসছে বলেও জানিয়েছেন ওসামা জায়াতুনি। এই আবেদন রজব মাসের শেষ পর্যন্ত গ্রহণ করা হবে।
এদিকে ইসলামের দুই পবিত্র স্থান কাবা শরিফ ও মসজিদে নববীতে বিয়ের অনুমতি দিয়েছে সৌদি আরব। শনিবার (২৭ জানুয়ারি) সৌদি দৈনিক আল ওয়াতানের বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে যাতে পবিত্র মক্কা ও মদিনায় বিয়ের আয়োজন করা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, এই দুটি মসজিদের পবিত্রতা রক্ষা করে সেখানে বিয়ের আয়োজনে ‘ব্যতিক্রম আইডিয়া’ নিয়ে আসার জন্য বিভিন্ন সংস্থার জন্য এটি একটি বড় সুযোগ।