সৌদি আরব এ বছর ২০ লাখ হজযাত্রীর আবাসনের ব্যবস্থা করার পরিকল্পনা করছে। এরই মধ্যে মক্কায় ৫ লাখ কক্ষ বিশিষ্ট চার হাজার ভবনের লাইসেন্স প্রক্রিয়াধীন রয়েছে। গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
মক্কা নগর কর্তৃপক্ষের মুখপাত্র ওসামা জায়াতুনি বলেছেন, ‘নগর কর্তৃপক্ষ এবার পাঁচ লাখ কক্ষবিশিষ্ট চার হাজার ভবনকে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে।
এই কক্ষগুলিতে ২০ লক্ষ আবাসনের ব্যবস্থা করা হবে। গত বছরের তুলনায় এ বছর হজ ভবনের সংখ্যা অনেক বাড়তে পারে। এরই মধ্যে তীর্থযাত্রীদের আবাসন হিসেবে এক হাজার ভবন অনুমোদন করা হয়েছে। লাইসেন্সের আবেদন করা যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
‘
চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি মাসের শুরুতে পবিত্র হজ মৌসুম শুরুর ঘোষণা দেওয়া হয়। হজ ভিসা ইস্যু শুরু হবে ১ মার্চ এবং শেষ হবে ২৯ এপ্রিল। এরপর ৯ মে থেকে হজযাত্রীরা সৌদি আরবে যাত্রা শুরু করবেন।
চুক্তি চূড়ান্ত করার আগ পর্যন্ত হজের স্থানগুলোতে কোনো দেশের জন্য স্থান বরাদ্দ করা হবে না।
গত বছরের জুনে ক”রোনার পর সর্ববৃহৎ হজে অংশ নেন ১ লাখ ৮৪৫ হাজারের বেশি মানুষ, যার মধ্যে ১ লাখ ৬০ হাজার ৯১৫ জন বিদেশি হজযাত্রী। ২০২৩ সালে, বিভিন্ন দেশের ১৩.৫৫ মিলিয়নেরও বেশি মুসলমান ওমরাহ পালন করেছিলেন, যা সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা ছিল। খবর গালফ নিউজের।