জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড় গত বছরের ১৪ ফেব্রুয়ারি কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা তিন বন্ধুরই মৃত্যু হয়।অলৌকিকভাবে বেঁচে যাওয়া নিবিড় তখন থেকেই দেশটির সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত।
সেই নিবিড় নিয়ে নির্মিত একটি গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ। গানটির শিরোনাম ‘নিবিড় অপেক্ষা করছে’। এটি লিখেছেন হাসানুজ্জামান মাসুম। সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। গানচিত্রটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।
গানটি এমন- ‘বৃষ্টি এখন আর ভালো লাগে না/কান্নার শব্দ মনে হয়/মেঘলা আকাশ কেমন যেন/বেদনার চাদরে ঢেকে রয়/আমার বুকে কেন বৃষ্টি অঝোরে ঝরে পড়ছে/তবু সারাক্ষণ, আমার হৃদয় মন/নিবিড় অপেক্ষা করছে’।
গানটি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘শিল্পীর প্রাণ যখন মরে যায়, তখন গান গাওয়াটাই তার জন্য কঠিন হয়ে যায়। গত আট মাস একরকম বেঁচে থেকেও বেঁচে না থাকার মতো আছি। এবার ব্যক্তিগত কিছু কাজে যখন দেশে যাই, তখন আমার স্নেহের দুই ছোট ভাই কিশোর ও বাপ্পী এসে ধরল গানটি গাওয়ার জন্য। ওরা বলল, আপনার জন্যই গানটি করা। গানটির কথা ও সুর ভালো লাগল। তার চেয়ে বড় বিষয় হলো, গানটিতে একটা আর্তি ও অপেক্ষার বিষয় রয়েছে, যেটা আমাকে খুব স্পর্শ করেছে, তাই গাইলাম।’
জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার কুমার বিশ্বজিতের নিজস্ব ফেসবুক পেজে গানচিত্রটি প্রকাশ হবে। গানটি আসবে ‘প্লাটফর্ম’ এন্টারটেইনমেন্ট থেকে। পাশাপাশি একই সময়ে প্রথম আলো, গান বাংলা, সাউন্ডটেক, ধ্রুব মিউজিক স্টেশনের ফেসবুক পেজেও গানটি প্রকাশ করা হবে।