বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সোমবার সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাকিব আল হাসান। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে টুকটাক ক্রিকেট এবং বেসবল খেলেন বাংলাদেশ অধিনায়ক। হাসের আতিথেয়তায় মুগ্ধ তারা। তবে এটিকে নিয়ে রাজনৈতিক ইস্যু হিসেবেও দেখছেন অনেকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন গণঅধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক রাশেদ খান, নিচে সেটি তুলে ধরা হল-
ছেড়ে দে মা কান্দে বাঁচি!
Shakib Al Hasan এর অবস্থা ঠিক এরকমই। একদিকে সাকিব নৌকায় টিকিট নিয়ে এমপি হতে চায়। অন্যদিকে আমেরিকার ভিসা বাতিল হলে তার সারাজীবনের অর্জন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমতাবস্থায় তিনি আওয়ামীলীগ বেজার হলেও মার্কিন রাষ্ট্রদূতের সাথে গিয়ে সাক্ষাৎ করে এসেছেন। এতে পুরো আওয়ামীলীগ পরিবার কষ্ট পেয়েছেন নিশ্চয়ই?
সাকিবরা এমনই। যে পাত্রে রাখবেন, সেই পাত্রেই ধারণ করবে! ক্ষমতার পরিবর্তন বা হাওয়া বদল হলে সাকিব আল হাসান ধানের শীষের টিকিটে নির্বাচন করতে চাইলেও অবাক হওয়ার কিছু নেই।