Friday , November 22 2024
Breaking News
Home / opinion / স্যাংশনের ডামাডোলের আড়ালে একটা খুবই ভয়ংকর জিনিস ঘটছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে : শামসুল

স্যাংশনের ডামাডোলের আড়ালে একটা খুবই ভয়ংকর জিনিস ঘটছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে : শামসুল

স্যাংকশনের ডামাডোলের আড়ালে একটা খুবই ভয়ংকর জিনিস ঘটছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে। আর সেটা হচ্ছে ৪৩তম বিসিএস ভাইভা বোর্ডে।
আগে বিএনপি-জামায়াত ট্যাগ দিয়ে হাজার হাজার যুবকের স্বপ্ন ধুলিস্মাৎ করে দিয়েছে।
এবারে যা করছে, তা রীতিমত এলার্মিং। বিসিএস ভাইভা বোর্ডে এবার গতানুগতিক সব প্রশ্ন বাদ দিয়ে রাজনৈতিক প্রশ্ন করা হচ্ছে, মেধা যাচাইয়ের চাইতে পরীক্ষার্থীর রাজনৈতিক মনোভাব যাচাই করা হচ্ছে। এবারের ভাইভাতে দেখা হচ্ছে কে আমেরিকানপন্থী আর কে ভারতপন্থী। আমেরিকানপন্থী কাউকে পেলেই ভাইভা বোর্ডে চরমভাবে নাজেহাল করা হচ্ছে এবং তাদের অনেকে কান্না করতে করতে ভাইভা বোর্ড থেকে বের হয়েছে। অন্যদিকে, ভারতপন্থীদের/চীনপন্থীদের ভাইভা বোর্ডে জামাই আদর করা হচ্ছে। কেউ আমেরিকার অবস্থানকে জাস্টিফাই করে কথা বললেই তাকে ভাইভা বোর্ডের সবাই মিলে তুলোধুনো করছে।
এবারের প্রশ্নের ধরণ:
(১) অধিকারে আদিলুর রহমানকে গ্রেফতারকে আপনি কিভাবে দেখছেন?
(২) আদিলুর রহমান মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর এজেন্ডা বাস্তবায়ন করছেন – এটার সাথে আপনি কি একমত?
(৩) বাংলাদেশের হিউম্যান রাইটস এবিউস হচ্ছে – আমেরিকার এই অভিযোগ কতটুকু সত্য?
(৪) দেশকে জঙ্গীবাদমুক্ত করতে গিয়ে যদি আইনশৃঙ্খলা বাহিনী শক্ত পদক্ষেপ নেয়- সেটা কি মানবাধিকার লংঘনের পর্যায়ে পড়ে?
(৫) আমেরিকার ভিসানীতি ব্যাপারে আপনার মতামত কি? এই ভিসানীতিকে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত মনে করেন কি না?
(৬) আমেরিকা কি নীতিগত অবস্থান থেকে ভিসা নীতি দিয়েছে নাকি তাদের ভিন্ন কোন এজেন্ডা আছে?
(৭) আমেরিকা সারা পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘন করে আর বাংলাদেশে তারা মানবাধিকার পক্ষে খুবই সোচ্চার। এটা কি তাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতি বলে মনে করেন?
(৮) ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু – এর স্বপক্ষে পাঁচটি উদাহরণ দিন।
(৯) বাইডেনের সাথে প্রধানমন্ত্রীর সেলফি ডিপ্লোমেসিকে তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় বলে মনে করেন কি না?
(১০) স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের ধারাবাহিকতা রক্ষা করা কি আপনি অপরিহার্য মনে করেন?
(১১) বিশ্ব পরিসরে দেশের ভাবমূর্তি ও বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে বাংলাদেশ ভারত দৃঢ় সম্পর্ক কিভাবে প্রভাব রাখছে বলে আপনি মনে করেন?
এরকম আরো অনেক প্রশ্ন করছে। এই অবস্থা চলতে পারে না। এই ভাইভা বন্ধ বা বাতিল করুন। নইলে এই পিএসসি গণআদালতে বিচারের জন্য তৈরি থাকুন।

About Zahid Hasan

Check Also

যে কারণে সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে বললেন সাংবাদিক ইলিয়াস

বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসেন তার সাম্প্রতিক এক মন্তব্যে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার (২০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *