কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় নামাজ পড়ার সময় সিজদা করতে গিয়ে ফজিলাতুন্নেসা নামের ৬০ বছর বয়সী এক নারীর প্রয়াত হয়েছেন। ফজিলাতুন্নেছা কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নাধীন দক্ষিণ লোহাজুরী নামক গ্রামের নুরু মিয়ার সহধর্মিনী। গত রোববার অর্থাৎ ১৯ ডিসেম্বর রাতের দিকে দক্ষিণ লোহাজুরী গ্রামে এশার নামাজ পড়ার সময় এই ঘটনা ঘটে।
প্রয়াত ফজিলাতুন্নেসার স্বামী মো. নুরু মিয়া আরটিভি নিউজকে জানিয়েছেন, গত রোববার রাতে এশার নামাজের পূর্বে ওজু করার জন্য পানি গরম করে দেয় আমাকে। দুজনেই ওজু করে এশার নামাজ পড়তে শুরু করি। আমার স্ত্রী ফজিলাতুন্নেসা সেজদায় গিয়ে আর মাথা না ওঠালে তাকে ডাকাডাকি করলে ও সাড়া না দিলে শরীরে হাত দিতেই সে ঢলে পড়ে। এ সময়ই তার প্রয়ান ঘটে। আমার স্ত্রী অত্যন্ত সহজ সরল ও ভালো মানুষ ছিল। তিনি ৮ মেয়ে ও ১ ছেলের জননী।
তার এই ভাবে প্রয়ানের খবর ঐ এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘটনা শোনার পর শত শত নারীরা তাকে শেষ বারের মতো দেখতে ছুটে আসেন। লোহাজুরী গ্রামের এক বাসিন্দা দেশের অন্যতম একটি গনমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করার পর বলেন, এশার নামাজ পড়ার সময় তিনি সিজদায় যান আর সেই সময়ে ফজিলাতুন্নেসার প্রয়ান ঘটে।