বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য আদালতে যেতে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সময় নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
কায়সার কামাল বলেন, খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য আদালতে আসতে বলা সময়ের অপচয় এবং জাতিকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র। কারণ, গত ৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। সেই আবেদন স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক গৃহীত হয়েছে মর্মে একটি সিল দেওয়া আছে।
তিনি বলেন, ওই আবেদনে স্পষ্ট লেখা আছে খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে ওই আবেদনে।