আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বতন্ত্ররা স্বতন্ত্র এমপি হিসেবে সংসদে থাকবেন।
রোববার (২৮ জানুয়ারি) গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, স্বতন্ত্র সংসদ সদস্যরা নতুন কোনো পরিচয় দিতে চান না। তারা আওয়ামী লীগের হয়ে থাকতে চায়। তাই তারা বিরোধী দলের পরিবর্তে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে সংসদে থাকবেন বলে জানিয়েছেন।
তিনি আরও বলেন, সংসদ নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্পষ্টভাবে বলেছেন, সংসদ সদস্যরা তাদের স্বাধীন অবস্থান থেকে গঠনমূলকভাবে সরকারের সমালোচনা করতে পারেন।