দ্বিতীয় দফায় আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি স্থগিত করা হয়েছে। প্রার্থী ও প্রার্থীর সঙ্গে থাকা নেতাকর্মীদের অতিরিক্ত চাপের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সম্পাদক সায়েম খান বলেন, দলীয় নির্দেশনা না মানলে মনোনয়নপত্র বিক্রি শুরু হবে না।
এদিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, মনোনয়ন ফরম বিক্রি বিকেল ৩টা পর্যন্ত স্থগিত থাকবে। এর আগে বেলা ১১টার দিকে তিনি মনোনয়নপত্র বিক্রি স্থগিতের ঘোষণা দেন। এর আগে প্রথমবারের মতো মনোনয়নপত্র বিক্রি শুরু হওয়ার পরপরই তা স্থগিত করা হয়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় তিনি বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে উপস্থিত থাকলেও তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা।