Wednesday , January 15 2025
Breaking News
Home / Countrywide / স্ত্রী রেখে প্রেমিকাকে নিয়ে পালালেন যুবলীগ নেতা, খবর শুনে মায়ের মৃত্যু

স্ত্রী রেখে প্রেমিকাকে নিয়ে পালালেন যুবলীগ নেতা, খবর শুনে মায়ের মৃত্যু

দীর্ঘদিন প্রেমের পর ভালোবাসার মানুষকে বিয়ে করে ঘর বেঁধে ছিলেন রাসেল আহমেদ নামের এক যুবলীগ নেতা। কিন্তু দিন শেষে সেই স্ত্রীকে ফেলে এবার অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সম্প্রতি গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) এ ঘটনাটি জানাজানি হতেই রীতিমতো গোটা এলাকাজুড়ে শুরু হয়েছে ব্যাপক শোরগোল।

খোঁজ নিয়ে জানা যায়, রাসেল আহমেদ চরভাগা ইউনিয়নের গৌরাঙ্গবাজার এলাকার বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক। তিনি হাজী শরীয়তউল্লাহ কলেজের নিম্নমান সহকারী (করণিক)। পালিয়ে যাওয়া ওই গৃহবধূ সখিপুর ইউনিয়নের বাসিন্দা। তার ৪ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে এবং তিনি ওই কলেজের ছাত্রী।

এ ঘটনায় রাসেল আহমেদের বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী। এদিকে স্বামীর ঘরে শিশুসন্তান রেখে মেয়ে পালিয়ে যাওয়ার খবর শুনে ২১ অক্টোবর হার্ট অ্যাটাকে মারা গেছেন ওই ছাত্রীর মা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে সখিপুরের ডিএমখালী ইউনিয়নের এক যুবকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সখিপুর ইউনিয়নের এক তরুণীর। বর্তমানে তাদের ঘরে ৪ বছর বয়সী পুত্রসন্তান রয়েছে।

পাশাপাশি তিনি পড়াশোনা করেন হাজী শরীয়তউল্লাহ কলেজে। সেখানে পড়াশুনাকালে কলেজের নিম্নমান সহকারী রাসেল আহমেদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জেরে ১৭ অক্টোবর সকালে রাসেল আহমেদ ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান।

ওই কলেজছাত্রীর স্বামীর অভিযোগ, যাওয়ার সময় স্ত্রী তার ঘর থেকে নগদ ১ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর খুঁজে পায়নি।

তিনি বলেন, ‘আমার স্ত্রী নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে। এখন আমার একটি সন্তান তার মায়ের পথ চেয়ে চোখের পানি ফেলছে। বিষয়টি সমাধানে আমি আদালতের আশ্রয় নিয়েছি।’

কলেজের প্রিন্সিপাল আবুল বাশার আল আজাদ বলেন, ‘রাসেল আহমেদকে কোথাও খুঁজে না পেয়ে তার স্ত্রী ও মা আমার সঙ্গে যোগাযোগ করে। আমিও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাই।’

তিনি বলেন, ‘এক দিন পর জানতে পাই যে, কলেজের এক ছাত্রীকে নিয়ে সে পালিয়েছে। পূজার জন্য কলেজ বন্ধ। কলেজ খুললে গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী রাসেল আহমেদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে।’

এ ব্যাপারে সখিপুর থানার ওসি মো. আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, অভিযুক্তের বিরুদ্ধে আদালতে মামলা হলে আরও পরে জানতে পারবেন তারা।

এদিকে যুবলীগ নেতা রাসেল আহমেদের বিরুদ্ধে এ অভিযোগ উঠতেই রীতিমতো বেশ শোরগোল চলছে নেতাকর্মীদের মাঝেও। এ ঘটনায় অনেকেই তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

About

Check Also

যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তারের পর হাসপাতালে নিথর ছাত্রদল নেতা

নোয়াখালীতে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তারের পর চিকিৎসাধীন অবস্থায় এক সাবেক ছাত্রদল নেতা মৃত্যুবরণ করেছেন। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *