ফুটবল বিশ্বকাপ মরুভূমির বুকে উত্তাপ ছড়াচ্ছে। যার আঁচ লাগছে বিশ্বজুড়ে। সেই আঁচ থেকে বাদ যাচ্ছে না ঢাকাও। এই মৃদু শীতেও সেই আঁচ যেসকল ব্যক্তিরা অনুভব করতে পারেননি তাদের সংখ্যা বাংলাদেশে খুবই যৎসামান্য। মরুভূমির দেশ কাতারে শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ- খ্যাত ফুটবল বিশ্বকাপ।
নিজেরা না খেললেও সমর্থনে পিছিয়ে নেই বাংলাদেশ। প্রিয় দলের পতাকা ও জার্সির রঙে সাজতে শুরু করেছে গোটা দেশ। কথায় কথায় তর্ক হয়। বিশ্বকাপ জ্বর উপভোগ করতেও কম যান না সিনেমা পর্দার তারকারাও।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানও ফুটবলপ্রেমী। কিন্তু তিনি আসলে কোন দলের সমর্থক? আর্জেন্টিনা নাকি ব্রাজিল! এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে?
এর কারণ শাকিব খান নিজেই। ২০১৮ সালে দেশের একটি জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যমকে সাকিব বলেছিলেন যে, তিনি আর্জেন্টিনার সমর্থক। সেখানে সাকিবের বক্তব্য এমন, ‘একসময় প্রতিদিন নিয়মিত ফুটবল খেলতাম। সেই সুযোগ এখন আর নেই। আমি যখন মাঠে খেলতাম তখন আমি নিজেকে ম্যারাডোনা ভাবতাম। তার মতো ফুটবল খেলার চেষ্টা করেছি। তখন থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক।
অন্যদিকে, ২০১৪ সালে, দেশের একটি শীর্ষ ইংরেজি দৈনিকের ফটোশুটে অংশ নিয়ে সাকিব বলেছিলেন যে তিনি ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। তিনি বলেন, “নেইমারের খেলা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে।”
এছাড়া ২০২১ সালে আর্জেন্টিনা কোপা আমেরিকা জেতার পর সাকিব তার ফে”সবুক পেজে লিখেছিলেন, ‘দীর্ঘ-প্রতীক্ষিত স্বপ্ন, যা অর্জন করা ভীষন প্রয়োজন ছিল। অভিনন্দন আর্জেন্টিনা এবং লিওনেল মেসি; অনেক দিন পর আন্তর্জাতিক গৌরব অর্জন করলেন।
এবারের বিশ্বকাপে ভিন্ন মাত্রা আনার চেষ্টা করছে কাতার। তার জন্য নানা ধরনের আয়োজন করেছে দেশটি। ইতিমধ্যে সকল আয়োজন সম্পন্ন করেছে কাতার। এদিকে চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তুলতে বিশ্বকাপে অংশ ণেওয়া সকল দল কঠোর পরিশ্রম করে যাচ্ছে।