সম্প্রতি পারিবারিক কলহে জড়িয়ে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটচ্ছে। যার ফলে সমাজে বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনার জন্ম নিচ্ছে। এসব দুর্ঘটনার জেরে অসংখ্য সংসার ভাঙ্গছে এবং পরিবার গুলোর মধ্যে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। অবশেষে আইনি জটিলতায় ভোগে পরিবারগুলো। এবার এমন ঘটনায় ঘটলো সিরাজগঞ্জের তাড়াশে স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে নিজে নিজের বিশেষ অঙ্গ কেটে ফেললেন স্বামী।
সিরাজগঞ্জের তাড়াশে নিজেই নিজের অণ্ডকোষ কেটে ফেলেছেন আব্দুল মজিদ (৪৭) নামের এক ব্যক্তি। বারুহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার বারুহাঁস ইউনিয়নের সান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল মজিদ সান্দ্রা গ্রামের হাজী খোরশেদ আলমের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়রা জানান, সান্দ্রা গ্রামের কৃষক আব্দুল মজিদ দুই বছর আগে একমাত্র ছেলে মামুনকে বিয়ে করান। কিন্তু তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় কিছুদিন আগে পারিবারিক সালিশের মাধ্যমে তিনি প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা খরচ করে ছেলের স্ত্রীকে তালাক করান। এ নিয়ে আব্দুল মজিদ মানসিকভাবে ভেঙে পড়েন। ছেলের ওপরও ক্ষোভ ও অভিমান কাজ করছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার রাতে আব্দুল মজিদ তার স্ত্রীর সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বেলা ২টার দিকে ধারালো ব্লেড দিয়ে তার একটি অণ্ডকোষ কেটে ফেলে। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে।
প্রসঙ্গত, পারিবারিক কারনে এমন ঘটনার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। বিষয়টি নিয়ে পরিবারের অন্যান্য সদস্যরা ভেঙ্গে পড়েছে জানা যায়।