চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান স্ত্রী/র মৃত্যুর একদিন পর না ফেরার দেশে চলে যান। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরার নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় তিনি মা/রা যান। প্রযোজক খোরশেদ আলম খসরু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তার স্ত্রী ব্রেন স্ট্রোকে মা/রা যান।
সোহানুর রহমান সোহান অনেক সফল ছবির নির্মাতা। তার পরিচালিত প্রথম ছবি ‘বিশ্বাস অবিশ্বাস’। এই নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি।
সোহানুর রহমান সোহানের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- কেয়ামত থেকে কেয়ামত, স্বজন, আমার ঘর আমার বেহেশত, অনন্ত ভালবাসা। সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে দুইবার মহাসচিব ও দুইবার সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। সোহানুর রহমান সোহান তার চলচ্চিত্র জীবন শুরু করেন শিবলী সাদিকের সহকারী হিসেবে।