Saturday , December 28 2024
Breaking News
Home / Countrywide / স্ত্রীর উপর নাখোশ স্বামী, ছড়ালেন ঘনিষ্ঠ সময়ের ছবি

স্ত্রীর উপর নাখোশ স্বামী, ছড়ালেন ঘনিষ্ঠ সময়ের ছবি

স্বামী স্ত্রীর সম্পর্ক হলো মধুর ভালোবাসার সম্পর্ক। দু’জন দু’জনার ভালো মন্দ তারা পরস্পর খেয়াল রাখবে এটাই হওয়া উচিৎ। স্বামী কিংবা স্ত্রী তাদের গোপন বিষয়গুলির গোপনীয়তা রক্ষা করবে দাম্পত্য জীবনের সুখের জন্য। তবে দাম্পত্য কলহের কারনে অনেক সময় অপ্রত্যাশিত কান্ড ঘটিয়ে থাকেন অনেক সময় স্বামী কিংবা স্ত্রী। এবার তেমনই অযাচিত এবং অপ্রত্যাশিত কান্ড ঘটলেন এক স্বামী।

রাজশাহীতে ঐ ব্যক্তি তার স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। মা/রধরের মামলা করার কারণে ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তি এমন করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী। সোমবার সকালে ( Monday morning ) রাজশাহী নগরীর ( Rajshahi city ) একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী। এ নিয়ে তিনি থানায় অভিযোগও করেছেন। তবে অভিযুক্ত ব্যক্তি ওই তরুণীকে বিয়ে করার কথা অস্বীকার করেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম আসিফ ইকবাল ( Asif Iqbal ) (৩০)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। থাকেন ঢাকায়। বাড়ি পাবনার ( Pabna ) সাঁথিয়া উপজেলায়। তার স্ত্রী দাবি করা ওই তরুণীর বাড়িও পাবনার ( Pabna ) সাঁথিয়া। তিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ( Rajshahi University ) সান্ধ্যকালীন মাস্টার্সে পড়াশোনা করছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রেমের সম্পর্কের পর ২০১৯ সালের ২ মার্চ ( March ) আসিফের সঙ্গে তার বিয়ে হয়। তখন আসিফ নারায়ণগঞ্জে ( Narayanganj ) কর্মরত ছিলেন। কাজী অফিসে গিয়ে তারা বিয়ে করেন। তারা তিন বছর নারায়ণগঞ্জে ( Narayanganj ) ভাড়া বাসায় থাকেন। বিয়ের পর আসিফ ৮ লাখ টাকা যৌতুক নেন। আরও ১০ লাখ টাকার জন্য তিনি মা/রধর করতেন।

তরুণী বলেন, তিন বছরে তার স্বামী দুইবার গর্ভের সন্তান নষ্ট করেছেন ওষুধ খাইয়ে। মা/’রধরের পর অসুস্থ অবস্থায় পড়ে থাকলে আসিফ ব্যথার ওষুধ বলে সেসব ওষুধ খাইয়েছেন। এরপর দুইবার তার গর্ভপাত ঘটেছে। মা/রধর ও গর্ভপাতের কারণে গত ( Past ) বছর তিনি পাবনার ( Pabna ) আদালতে মামলা করেন। এতে ক্ষুব্ধ ছিলেন তার স্বামী আসিফ। কয়েক দিন ধরে আসিফ তার সঙ্গে থাকা কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ছড়াচ্ছেন। এ নিয়ে তিনি নগরীর বোয়ালিয়া ( Boalia ) মডেল থানায় অভিযোগ করেছেন।

নগরীর বোয়ালিয়া ( Boalia ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ( Mazharul Islam ) বলেন, এ রকম অভিযোগ মাঝে মধ্যেই আসে। ওই তরুণীর অভিযোগটি এখনও দেখেননি। সেটি দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত আসিফ ইকবাল ( Asif Iqbal ) দাবি করেন, ওই তরুণীর সঙ্গে তার বিয়ে হয়নি। সব অভিযোগ মিথ্যা। তিনি জানান, যে কাবিননামা দেখিয়ে ওই তরুণী মামলা করেছেন তা মিথ্যা। কাজী অফিস তার প্রত্যয়ন দিয়েছে। এ জন্য তিনিও ওই তরুণীর নামে মামলা করেছেন। দু’জনের মামলায় এখন বিচারাধীন। এ অবস্থায় তাকে বেকায়দায় ফেলতে তার বিরুদ্ধে নতুন অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি করেন।

প্রসংগত ( Past ), স্বামী বা স্ত্রীর যেই হোক অপরাধ করলে সেইটা দুজনার মধ্যে আলাপ আলোচনার দ্বারা সেই সমস্যার সমাধান করতে হবে। কারন গোপন বিষয় গোপন রাখাই শ্রেয়। স্ত্রীর যে গোপন বিষয় ফাঁ/স করে দিলেন স্বামী কাজটা আসলে অনুচিত। ভাবতেই অবাক লাগে মানুষ কতটা নিচে নামলে এমন গর্হিত কাজ করতে পারে।

About bisso Jit

Check Also

নথিপত্র গায়েব হচ্ছে সন্দেহে তুলকালাম কাণ্ড, দুইটি ট্রাক আটক

বরিশালের চরবাড়িয়া ইউনিয়নে পুরোনো নথিপত্র গায়েব হওয়ার সন্দেহে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি সচিবালয়ে নথিপত্র পুড়িয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *