এক ধার্মীক অনুষ্ঠানে অভিনয় করছিলেন শর্মা নামের এক যুবক। শুরু থেকে তার অভিনয়ে খুশি ছিলেন দর্শক। সবাই তার অভিনয় দেখে মুগ্ধ ছিলেন। তবে স্টেজে অভিনয় করা কালে তার সাথে ঘটে গেল অনাকাংঙ্খিত ঘটনায়। যে ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এই অনুষ্ঠানে রবি শর্মা হনুমান সেজে নাচতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ব্যথায় মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। প্রথমে দর্শকরা এটাকে অভিনয় মনে করলেও পরে বুঝতে পারে এটা একটা অসুখ।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মইনপুরিতে। হনুমানবেশে রাম ভজনের সুরে নাচতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্চে পড়ে যান ওই যুবক। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃ/ ত ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মঞ্চে হনুমানের ভূমিকায় অভিনয় করছেন। নাচতে নাচতে হঠাৎ মঞ্চে পড়ে যান তিনি। তখন দর্শকরা ভেবেছিলেন তিনি অভিনয় করছেন। আমরা পরে কাছে গেলে বিষয়টি পরিষ্কার হয়ে যায়।
উল্লেখ্য, গণেশ পূজা উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় মইনপুরীতে নৃত্য পরিবেশনার আয়োজন করা হয়। এরপরই ঘটে মর্মান্তিক ঘটনা।
পোশাক পরে থাকায় প্রথমে হনুমানের অসুস্থতা বোঝা যায়নি। অনেকক্ষণ পেরিয়ে গেলেও ওই যুবক না উঠতেই সবার সন্দেহ হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃ/ ত্যু হয়েছে বলে চিকিৎসকদের ধারণা।
এই ঘানায় অনেকে দুঃখ প্রকাশ করছেন। অভিনয় কালে এভাবে না ফেরার দেশে চেলে যাবে রবি শর্মা এটা কেউ বুঝে উঠতে পরেনি কেউ। এই ঘটনার পর আবেগে আপ্লুত হয়ে পড়েন ওই মঞ্চ নাট্য নিমাতা।