মাঝে মধ্যেই এমন কিছু অনাকাঙ্খিত তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা দেখে রীতিমতো বিরক্ত বোধ করেন তারকারা। আর এরই আলোকে দেশের সকল সাংবাদিকদের সতর্ক করলেন বাংলা সিনেমার নব্বইয়ের দশকের অন্যতম সুপার স্টার অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমী। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল আচারনও কামনা করেন তিনি।
মঙ্গলবার প্রতীক্ষিত সিনেমা ‘ভাঙন’-এর সংবাদ সম্মেলনে উপস্থিত হন মৌসুমী। একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন, শাবনূর-মৌসুমীর মতো যারা নায়িকার চরিত্রে নতুন, তারা কেন নিজেকে মেলে ধরতে পারছেন না?
জবাবে মৌসুমী বলেন, “আমাদের নতুন শিল্পীরা খুবই প্রতিভাবান। তারা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছে। তাদের উৎসাহিত করা উচিত। স্ক্যান্ডাল নিয়ে আলোচনায় মেতে থাকলে তারা এগোতে পারবে না। সাংবাদিকদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। উত্সাহিত করতে হবে। সাংবাদিকদের আরও সুরক্ষামূলক হতে হবে।
মৌসুমী বলেন, আমরা যখন কাজ করেছি তখন সাংবাদিক ভাইয়েরা আমাদের সবচেয়ে বেশি রক্ষা করেছেন। নতুন কাজ করতে গিয়ে আমরাও ভুল করেনি? আমরাও অনেক ভুল করেছি। এটাকে সংশোধন, সুন্দরভাবে উপস্থাপন, কাউন্সেলিং এর মাধ্যমে সঠিক পথে আনার কাজ সাংবাদিক ভাইয়েরা করেছেন। এখনকার সাংবাদিকরা তা করেন না। এখন সাংবাদিকরা যা ইচ্ছে তাই বলেন, যা ইচ্ছে তা নিয়ে ভিডিও করেন এবং সেই শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেন। আপনার কারণে আমাদের সন্তানদের ভালো হওয়ার কোনো উপায় নেই। তারপরও আপনাদের দায়িত্ব দিলাম। আপনারা ঠিক করেন।
আগামী ১১ নভেম্বর ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মৌসুমীর ‘ভাঙন’। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে ছবিটির মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এদিকে গত বেশ কয়েক বছর অভিনয় জগৎ থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে নিয়েছিলেন সবার প্রিয় এই অভিনেত্রী তবে ‘ভাঙন’ সিনেমার মধ্যেদিয়ে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন মৌসুমী।