কলেজে যাতায়াতে সমস্যা তাই তরুনী শখ করে কিনলেন স্কুটি। কিন্তু সেই স্কুটারের নম্বর প্লেটে একটি লেখা নিয়ে সমস্যায় পড়েছেন তরুনী। স্কুটির ঐ লেখায় রয়েছে এসইএক্স, আর তার কারনে এখন বাড়ি থেকে বের হওয়া দায় হয়ে পড়েছে ঐ তরুণীর। এই অদ্ভুত ধরনের ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে। খবরটি প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।
খবরে বলা হয়েছে যে, নম্বর প্লেটে এই অদ্ভুত লেখার কারণে এখন তিনি তার শখের স্কুটার বাইরে নেওয়া তো দূরে থাক এমনকি বর্তমানে এটি পরিবারের নিকট অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সেই সমস্যায় ওই তরুণী ও তার পরিবারের পক্ষে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে।
সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কলেজে যাওয়ার জন্য দিল্লির এক তরুণীকে তার বাবা শখ করে স্কুটি কিনে দিয়েছিলেন। এ পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু স্কুটির নম্বরপ্লেট আসতেই সমস্ত খুশি যেনো এক মুহূর্তেই নষ্ট হলো। স্কুটির যে নম্বরপ্লেট পেয়েছেন তরুণী, তাতে সংখ্যার সঙ্গে যে ইংরাজি হরফ থাকে তা অ’দ্ভুতভাবে এসেছে, এসইএক্স বানানের খারাপ বিষয় নিয়ে লেখা। এই নম্বরপ্লেট গাড়িতে লাগাতেই সমস্যা তৈরি হয়। এমন একটি শব্দ স্কুটিতে লেখা দেখে আশপাশের লোকজনও নাকি কটা’ক্ষ করতে শুরু করে দেন বলে অভিযোগ করেছেন ওই তরুণীর পরিবার।
যে স্কুটি নিয়ে তিনি কলেজে যাওয়ার জন্য কিনেছিলেন, এখন সেই স্কুটিটিকে গৃহবন্দী করে রাখতে পারলেই যেন তিনি স্বস্তি পান। গাড়ির নম্বর প্লেট বদলানোর জন্য আরটিও অফিসে আবেদন করেছিল মেয়ে ও তার পরিবার। কিন্তু সেখান থেকে তা সম্ভব নয় এমনটাই জানিয়ে দিয়েছে।
কে কে দাহিয়ার যিনি দিল্লির পরিবহণ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দাবি করেছেন, যে কোনও গাড়ির নম্বর প্লেট একবার বের হয়ে গেলে পরিবর্তন করার কোনও আইনগত উপায় নেই। ফলে ‘এসইএক্স’ লেখা নম্বর প্লেটটাই এখন দিল্লির ঐ তরুনীর বড় ধরনের মাথাব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে। নতুন গাড়ি কিনেছেন কিন্তু তাকে তার শখের এই গাড়িটিকে গৃহবন্দী করে রাখতে হচ্ছে।