সৌদি আরবের প্রবাসীদের টাকা-পয়সা নিয়ে পালানো এক ব্যক্তি কে ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা করেছে সৌদি প্রবাসীরা মূলত প্রতারক আবুল হোসেনের বাড়ি ঝালকাঠি রাজাপুর গ্রামের এবং ওই ব্যক্তি সহ বেশ কয়েকজন প্রবাসী মিলে এক মেসে থাকতেন এরপর টানা ছয় মাস মেসে থাকা ও খাওয়ার পর চম্পার দিয়েছেন প্রতারক আবুল হোসেন থাকা খাওয়ার টাকা তো দূরে থাক উল্টো আরো সৌদি রিয়াল নিয়ে পালিয়েছে সে
মহামারী প্রভাবে কাজ হারিয়ে না খেয়েই দিন কাটাতে হতো সৌদি প্রবাসী আবুল হোসেন ফরাজীর। তার দুঃখ কষ্টের কথা শুনে আশ্রয় দিয়েছিল আরও এক প্রবাসী। কিন্তু সেই আশ্রয় দেওয়াটাই যেন ভুল ছিলো প্রবাসী শাহিন শরীফের।
জানা যায়, প্রতারক আবুল হোসেনের বাড়ি ঝালকাঠির রাজাপুর। তার বাবার নাম আব্দুল মজিদ ফরাজি। রিয়াদের হারা এলাকায় আবুল হোসেন ও আরও ৬-৭ জন প্রবাসী এক মেসে থাকতেন। এ বিষয়ে আরও জানা যায়, টানা ছয় মাস মেসে থাকা ও খাওয়ার পর চম্পট দিয়েছেন প্রতারক আবুল হোসেন।
থাকা খাওয়ার টাকা তো দেয়ইনি, সাথে সৌদি আরবের ৩ হাজার রিয়াল নিয়ে পালিয়েছে। বাড়িতে অভাব অনাটনের কথা বলে প্রবাসী শাহীন শরীফ, নিজাম হাওলাদার, আনোয়ার হোসেন ও আফজাল শরীফের কাছ থেকে নিয়েছেন বেশ কিছু সৌদি রিয়াল। প্রতারনার শিকার শাহীন শরীফ বলেন, ওর খারাপ সময়ে বিশ্বাস করে আশ্রয় দিয়েছিলাম।
বাড়িতে সমস্যার কথা বলে অনেক টাকা ধার নিয়েছে। বেতন পেলেই টাকা ফেরত দিয়ে দেওয়ার কথা ছিলো। কিন্তু আমার টাকা দেওয়া তো দূরের কথা সাথে আরও তিনজনের টাকা নিয়ে পালিয়েছে। আমি তার সাথে মোবাইলে ০০৯৬৬৫৭১১৫২৫৪৬ নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ করেনা। ইমো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সিন করে রেখে দেয়। এদিকে প্রতারণার শিকার সৌদি আরব প্রবাসীরা প্রতারক আবুল হোসেনকে ধরিয়ে দিতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে।