আজ বাংলাদেশে অবস্থানরত সৌদিতে কাজ করা শ্রমিকদের পাসপোর্ট জমাদানের শেষ তারিখ। আর এই কারনে সকাল থেকেই সৌদি দূতাবাসের সামনে হাজারো কর্মীর লাইন পরে গেছে।কিন্তু পাসপোর্ট জমা নিচ্ছে না দূতাবাস।ভুক্তভোগীরা জানান, আজ থেকে তাদের পাসপোর্ট সৌদি দূতাবাসে জমা দেওয়ার কথা থাকলেও তারা তা নিচ্ছেন না। উল্টো পুলিশের হাতে তাদের হয়রানি করা হচ্ছে। কর্মচারী, রিক্রুটিং এজেন্সি ও দূতাবাসের মধ্যে অসন্তোষ রয়েছে।
এদিকে রোববার (১৬ অক্টোবর) জানানো হয়, সিন্ডিকেট বা বেসরকারি সেবা প্রতিষ্ঠান শাপলা সেন্টারের মাধ্যমে নয়, সোমবার থেকে ঢাকায় সৌদি দূতাবাসে বাংলাদেশি শ্রমিকদের পাসপোর্ট জমা দিতে হবে এবং ভিসা স্ট্যাম্পিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সৌদি দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে বায়রা প্রেসিডেন্ট মো. আবুল বাসার ও নেতৃবৃন্দের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এর আগে সৌদি দূতাবাস সৌদিগামী শ্রমিকদের পাসপোর্ট ও ভিসা স্ট্যাম্পিংয়ের দায়িত্ব দেয় শাপলা সেন্টার নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে। এর প্রতিবাদে রোববার (১৬ অক্টোবর) থেকে সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা দেওয়া বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত কেউ পাসপোর্ট জমা দেবে না বলে ঘোষণা দিয়েছে জনশক্তি রপ্তানিকারক সমিতি (বায়রা)।
প্রসঙ্গত, এ ঘটনা এই প্রথম নয়। এর আগেও বাংলাদেশে ঘটেছে এমন ঘটনা। বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি যারা তাদের সাথে এমন ধরনের কর্মকান্ড যেন অনেকটা ধারাবাহিক ভাবেই ঘটে থাকে। যদিও সরকার থেকে প্রবাসীদের হয়রানি দূর করার কথা বললেও তা আসলে থেকে গেছে কাগজ কলমে।