Friday , September 20 2024
Breaking News
Home / Exclusive / সৌদি আরবে বাংলাদেশি নারী শ্রমিকদের বাঁচার আকুতি

সৌদি আরবে বাংলাদেশি নারী শ্রমিকদের বাঁচার আকুতি

বুঝে না বুঝে আর্থিক অনটনে কেউবা দালালের খপ্পরে পড়ে সৌদি আরব গিয়ে মাসুল দিচ্ছেন বাংলাদেশি নারী শ্রমিকরা।। সৌদি আরবের রিয়াদের জান্দারিয়া এলাকার সাফার কারাগারে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রায় দুই শতাধিক নারী শ্রমিক আটক রয়েছে।

ভুক্তভোগী নারী শ্রমিকদের অভিযোগ, তারা সেখানে নির্যাতনের শিকার হচ্ছেন,কাউকে কাউকে সেখান থেকে বিক্রিও করে দেওয়া হচ্ছে অন্যত্র। তাদের খেতে দেওয়া হচ্ছে না। খুব অসুস্থ হলেও তার চিকিৎসা হচ্ছে না। অনেকে বিনা চিকিৎসায় মানসিক ভারসাম্য হারিয়েছেন। তাদের মধ্যে কয়েকজন মারা গেছে।

জানা যায়, মানিকগঞ্জের রেখা বেগম পাসপোর্ট নং-A05819657, কেরানীগঞ্জের সেজু বেগম পাসপোর্ট নং AO6846514, ঢাকার আশুলিয়ার শান্তা আক্তার পাসপোর্ট নং A07632159, ঢাকার মিরপুরের হুসনে আরা পাসপোর্ট নং A00653367, পটুয়াখালীর আকলিমা বেগম পাসপোর্ট নং BY 0681956 এর মতো প্রায় ২ শতাধিক নারী মুক্তির দিন গুনছেন। কবে ফিরবে দেশে! মুক্তি পাবে নির্যাতনের ওই কারাগার থেকে!

ভুক্তভোগীরা আরও জানান, ফিলিপাইন, পাকিস্তান, ভারতসহ অনেক দেশের নারীদের দ্রুত সসম্মানে দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশি নারীরা দিনের পর দিন অমানবিক নির্যাতনের শিকার হলেও কূটনীতিকরা তেমন সক্রিয় নন।

অভিযোগ রয়েছে, অনেক সময় দেশে পাঠানোর কথা বলে উলটো নির্যাতনকারী কফিলের হাতেই তুলে দেওয়া হচ্ছে কাউকে।

ভিডিও কলে বাংলাদেশের এক জনপ্রিয় গনমাধ্যমের এক প্রতিবেদককে ভুক্তভোগীর নির্যাতনের কথা বর্ণনা করে প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেন।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে সেখান থেকে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়।

About Nasimul Islam

Check Also

চুলের মুঠি ধরে নারী চিকিৎসককে রোগীর মারধর (ভিডিও সহ)

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালের এক নারী চিকিৎসককে হত্যা ও ধর্ষণের ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *