কুমিল্লার দাউদকান্দিতে সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে সোহেল রানা নামের মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের এক নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় সোমবার (৪ সেপ্টেম্বর) পুলিশ অভিযান চালিয়ে সোহেল রানার বাড়ি থেকে চুরি হওয়া ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করলেও তাকে গ্রেফতার করতে পারেনি। সোহেল রানা দাউদকান্দি উপজেলা প্রজন্ম লীগের সভাপতি।
গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা সংলগ্ন মোহন সিন্ডিকেট পেট্রোল পাম্প এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক সোমবার রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্যবসায়ী সাইফুল ইসলাম রোববার রাত পৌনে ২টার দিকে ঢাকা থেকে ৭০ লাখ টাকা নিয়ে কুমিল্লায় ফিরছিলেন। পথিমধ্যে টোল প্লাজা সংলগ্ন মোহন সিন্ডিকেট পেট্রোল পাম্প এলাকায় সোহল রানা ও তার সহযোগীরা সব টাকা হাতিয়ে নেয়। বিষয়টি জানার পর বিকেলে সোহেল রানার বাড়িতে অভিযান চালিয়ে ১ কোটি আট লাখ টাকা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ব্যবসায়ী সাইফুল ইসলাম সোহল বাদী হয়ে রানার নাম উল্লেখ করে অজ্ঞাত দুই-তিনজনকে আসামি করে মামলা করেন। আসামি সোহেল রানাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত দাউদকান্দি উপজেলা প্রজন্ম লীগের সভাপতি সোহেল রানার সঙ্গে একাধিকবার ফোন করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।