যোগাযোগ মাধ্যমে প্রেম বর্তমান সময়ে একটি কমন বিষয় হয়ে দাড়িয়েছে। তবে এই অনলাইন প্লাট ফর্মে প্রেম করে অনেকেই প্রতারিত হতে দেখা গিয়েছে। কেউ নিজের প্রেমিক-প্রেমিকাকে খুইয়ে ব্যাথা পেয়েছেন, আবার অনেকে হারিয়েছেন বিপুল পরিমান অর্থ । কথায় বলে, ভালোবাসা অন্ধ। কিন্তু অন্ধ প্রেম যে বিপদ ডেকে আনতে পারে তা উপলব্ধি করছেন ভারতের এক ব্যাঙ্ক ম্যানেজার। গার্লফ্রেন্ডের জন্য বিশাল আর্থিক অনিয়মের অভিযোগে কারাগারে রয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অভিযুক্তের নাম হরি শঙ্কর। তিনি ব্যাঙ্গালোরের হনুমন্তনগরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার। সম্প্রতি একটি ডেটিং অ্যাপে এক তরুণীর সঙ্গে আলাপ হয় শঙ্করের। ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয়। আর তখনই ব্যাঙ্ক থেকে মোটা টাকা চুরি করে গার্লফ্রেন্ডের সামনে ‘হিরো’ হওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি।
ব্যাংকের জোনাল ম্যানেজার জানান, ব্যাংক ম্যানেজার শংকর আর্থিক অনিয়মের মাধ্যমে ৫ কোটি ৬০ লাখ টাকা (প্রায় ৭ কোটি ৮ লাখ টাকা) উত্তোলন করেন। ঘটনাটি ঘটেছে 13 থেকে 19 মে এর মধ্যে। এতে শঙ্কর একা নন, ব্যাঙ্কের দুই সহকর্মী কৌশল্যা এবং মুনিরাজুও সাহায্য করেছেন। শঙ্কর ইতিমধ্যেই একটি ব্যাঙ্ক থেকে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়েছেন। অভিযুক্ত বর্তমানে 10 দিনের জন্য পুলিশ হেফাজতে রয়েছে। তার দুই সহকর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের মতে, একজন মহিলা গ্রাহক ব্যাঙ্কে 13 মিলিয়ন রুপি ফিক্সড ডিপোজিট করেছিলেন, যার ফলে 75 লাখ টাকা ঋণ হয়েছিল। তিনি ব্যাংকে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেন। অভিযোগ, শঙ্কর নথি এবং ফিক্সড ডিপোজিট ব্যবহার করে শঙ্করকে প্রতারণা করে। গ্রাহকের টাকা জামানত রেখে ব্যাংক থেকে তুলে নেওয়া হয় ৫ কোটি ৬০ লাখ টাকা। টাকাগুলো বিভিন্ন ভাগে ভাগ করে পশ্চিমবঙ্গ ও কর্ণাটকের বিভিন্ন শহরে মোট ২৬টি বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়েছিল।
পুলিশ জানায়, মোট ১৩৮টি ব্যাঙ্ক লেনদেন করে এই বিপুল পরিমাণ টাকা সরিয়ে নেওয়া হয়েছে। আর সেই কাজে শঙ্করকে সাহায্য করেছিলেন ওই দুই সহকর্মী। তবে তাদের বাধ্য করা হয়েছে কি না তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও শঙ্কর তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ওই তরুণীর সঙ্গে ডেটিং অ্যাপে কথা বলার লোভ দেখিয়ে সাইবার অপরাধীরা তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। অভিযুক্তের বক্তব্যও খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া পুলিশ সংবাদ মাধ্যমের দ্বারা এসব ডেটিং অ্যাপথেকে সবাইকে সতর্ক থাকতে বলেছেন।