গত মাস কয়েক আগেই জয় কৃষ্ণ দাস নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় কুমিল্লার এক তরুণীর। এরই জের ধরে একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আর এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎই একদিন আমন্ত্রণ পেয়ে তরুণীর বাড়িতে হাজির হন ওই যুবক। আর এরপরই ঘটে অপ্রত্যাশিত ঘটনা।
বাসায় এসে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমিকার সঙ্গে একাধিকবার শা;রী;রিক সম্প;র্কে লিপ্ত হয়ে পালিয়ে নাম ওই যুবক।
১৬ দিন পরও ওই যুবকের সন্ধান না পেয়ে সোমবার সকালে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন ওই তরুণী।
পলাতক জয় কৃষ্ণ দাস (২৪) কুমিল্লা জেলার হোমনা থানার রাম কৃষ্ণপুর গ্রামের বাবুল চন্দ্র দাস ও মীনা রানী দাসের ছেলে।
মামলার এজাহারে বলা হয়, ১৯ বছর বয়সী ওই তরুণী ফতুল্লার শামনগাঁওয়ে তার বড় বোন ও ভগ্নিপতির ভাড়া বাসায় একসঙ্গে থাকেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। গত ৮ অক্টোবর সকালে জয় কৃষ্ণ দাস তাদের বাড়িতে আসেন। যুবতীর বড় বোন জয়কে আপ্যায়ন করে তাদের বিদায় জানিয়ে কাজে চলে যান। এদিন সাড়ে ১১টায় জয় আবার তাদের বাড়িতে এসে তরুণীকে একা পেয়ে এই অনৈতিক কাজ করে পালিয়ে যায়।
এদিকে এ ঘটনায় ফতুল্লা মডেল থানার এসআই সৈয়দ আজিজুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, এ ঘটনায় ইতিমধ্যেই থানায় মামলা হয়েছে। আর এ মামলার আলোকে অভিযুক্ত ও যুবকের নাম-পরিচয় শনাক্ত করে তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।