সম্প্রতি সিলেট-সহ দেশের কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যায় রীতিমতো পাল্টে গেছে দেশের পরিস্থিতি। ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকার। শুকনো খাবার-বিশুদ্ধ পানি ও চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে তাদের সার্বিক দিক লক্ষ্য রাখছে সরকার। তবে অন্যদিকে বন্যাকবলিয় মানুষের পাশে দাড়াতে দেখা যায়নি বিএনপির কোনো নেতাকে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “এ দেশের মানুষের কল্যাণ শুধু আওয়ামী লীগই বোঝে। তারা কীভাবে বুঝবে, তাদের ভালোবাসা পাকিস্তানের জন্য। তারা এদেশে জন্মায়নি। এরশাদও এখানে জন্মগ্রহণ করেননি। মেরা জান পাকিস্তান: এটা খালেদা জিয়ার কথা।’
বৃহস্পতিবার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বঙ্গভবন থেকে কার্যত যোগদানকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি বলেন, নিজেদের ভাগ্য নয়, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ চেতনায় আসার পর এদেশের মানুষ বুঝতে পেরেছে সরকার জনগণের সেবক। ‘
বিএনপি সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যাচার করছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মিথ্যা ও বানোয়াট কোনো কারখানা থাকলে সেটা বিএনপি। তারা মিথ্যা আরও ভাল করতে পারে। এই বন্যায় বিএনপির কোনো নেতা সাহায্য করেননি। কিন্তু আমাদের নেতারা প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণ করছেন। উদ্ধার কাজ চলছে। বন্যার্তদের হাতে একমুঠো খাবারও দিতে পারেনি তারা। ঢাকায় বসে মায়াকান্না কাঁদছে।
শেখ হাসিনা বলেন, ১৫ আগস্ট শুধু আমাদের প্রিয়জনকেই হারায়নি, পথ হারিয়েছে বাংলাদেশও। তবে তারেক জিয়ার ‘৭৫-এর গর্জনের স্লোগান দেখলে বোঝা যায় তিনি এবং তার বাবা-মা পাকিস্তানের দালাল ছিলেন। তাদের পদচারণা পাকিস্তানের বৈশিষ্ট্য। তারাও পাকিস্তানিদের লাথি মা/রা প/ছন্দ করে। তারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। কিন্তু তারা চক্রান্ত করে। তাদের করুণা করা যেতে পারে। ‘
জিয়ার লাশের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া ও তারেক কেউ জিয়ার /লা/শ/ দেখেনি। একটা বাক্স এরশাদ সাহেব নিয়ে এসেছিল ঠিক, কিন্তু সে-ই মুখ দিয়ে বলেন, ওই বাক্সে জিয়ার /লা//শ ছিল না। এটা বাস্তবতা, এটা একদিন না একদিন প্রকাশ হবে।’
এদিকে এই মুহুর্তে পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায় সারা-বাংলাদেশ। আর বাকি মাত্র একদিন। এরপরই নানা জমকালো আয়োজনের মধ্যদিয়ে পদ্মাসেতু উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।