বাংলাদেশকে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে ভারত। সেমিফাইনালে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে। কিন্তু সেমিফাইনালের মাঠে নামার আগেই আত”ঙ্ক বিরাজ করতে শুরু করেছে ভারতীয় শিবিরে। তবে বিষয়টি অন্য কিছু নয় অ্যাডিলেডের নেটে অনুশীলন করতে গিয়েই বেশ একটু চোট পেয়ে যান ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ অধিনায়ক রোহিত শর্মা।
মঙ্গলবার অনুশীলনের সময় ডান হাতে চোট পেয়ে বসেন ভারতীয় অধিনায়ক। ফিজিওর শুশ্রুষার পর আবার ব্যাট করার চেষ্টা করেন হিটম্যান। তবে বল ব্যাটে লাগার পরই হ্যান্ডেল থেকে ডান হাত সরিয়ে নিতে দেখা যায় তাকে। মাত্র ১ বল খেলার পর অস্বস্তি বোধ করায় রোহিত সেই সময়েই অনুশীলন বন্ধ করে দেন।
যদিও মাঠ ছাড়েননি ভারতীয় অধিনায়ক। হিটম্যানকে তার ডান হাতের কব্জিতে কিছু সময়ের জন্য বরফ ঘষতে দেখা যায়। ফিজিও তার উপর কড়া নজর রাখছিলেন। প্রায় ৪০ মিনিট আহ’ত জায়গায় বরফ লাগানোর পর, রোহিত নেটে ফিরে আসেন। স্লো থ্রো ডাউনে ব্যাট রেখে কব্জির অবস্থা পরীক্ষা করেন তিনি।
রোহিতের নেটে ফেরা শুরুতে স্বস্তি এনে দেয় ভারতীয় শিবিরে। চোট গুরুতর হলে অবশ্যই সমস্যায় পড়বে টিম ইন্ডিয়া। পরবর্তীতে স্বাভাবিক ছন্দে ব্যাট করায় হিটম্যানের মাঠে নামতে কোনো সমস্যা হবে বলে মনে হয় না।
উল্লেখ্য, বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।
তবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পরিচিত ফর্মে নেই রোহিত শর্মা। নেদারল্যান্ডেরসের বিপক্ষে হাফ সেঞ্চুরি ছাড়াও ব্যাট হাতে খুব বেশি রানের দেখা পাননি তিনি। পাকিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাত্র ৪ রানে আউট হন রোহিত। নেদারল্যান্ডস ম্যাচে হিটম্যানের ব্যক্তিগত সংগ্রহ ৫৩ রান।
দক্ষিণ আফ্রিকার সাথে খেলতে নেমে মাত্র ১৫ রানেই আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান ভারতীয় অধিনায়ক। বাংলাদেশের সাথেও ভালো করতে পারেননি। মাত্র ২ রান ঝুলিতে তুলে নিতে সক্ষম হন তিনি। জিম্বাবুয়ের সাথে খেলতে ওপেনার হিসেবে মাঠে নামেন। সেখানেও তিনি শুধু ১৫ রান সংগ্রহ করতে সক্ষম হন। সেদিক থেকে রোহিত শর্মা ক্রিকেটে কিছুটা খারাপ অবস্থানে রয়েছেন।