গতকাল তান্ডব বাংলাদেশে তান্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় সিত্রা। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘটে গেছে অনেক ঘটনা। তার মধ্যে একটি ঘটনা বেশ সাড়া ফেলেছে সবখানে। জানা গেছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর থেকে টেকনাফের প্রবাল দ্বীপের উপকূলে ভেসে এসেছে একটি বিশাল বিদেশি জাহাজ। জাহাজটি ছেঁড়া দ্বীপে আটকা পড়েছে। সোমবার (২৪ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মনুষ্যবিহীন জাহাজটির উপরের অংশ খোলা রয়েছে। এতে অনেক কন্টেইনার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। একাধিক সূত্র জানায়, জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে।
সেন্ট মার্টিনের বাসিন্দা জসিম উদ্দিন বলেন, প্রথমে ভেবেছিলাম জাহাজটি পর্যটকবাহী। পরে দেখলাম এটা একটা কনটেইনার জাহাজ। সেখানে কাউকে পাওয়া যায়নি। প্রশাসনের কেউ না এলে গুরুত্বপূর্ণ মালামাল লুট হতে পারে।
মোহাম্মদ আবদুর রহমান নামে এক যুবক জানান, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি তীরে আসে। এটা কোন দেশের সেটাও বুঝতে পারছি না।
এ দিকে জাহাজটি এখনো রয়েছে আগের মতই। এর খোঁজ করতে আসেনি কোনো বিদেশী কোম্পানি। এ নিয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, স্থানীয়রা বিদেশি জাহাজের খবর দিলে আমরা পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে জানাই। আপাতত কিছু বলতে পারছি না।