সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “ভারতের গুপ্তচর সংস্থা ‘র’-এর চার এজেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আটক” শীর্ষক একটি দাবি ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিম অনুসন্ধান করে নিশ্চিত করেছে, এই তথ্যটি ভিত্তিহীন এবং মিথ্যা।
প্রকৃতপক্ষে, ২০২৪ সালের আগস্ট মাসে নেত্রকোনায় সেনাবাহিনী ভারতীয় চিনির চারজন চোরাকারবারিকে আটক করেছিল। এই ঘটনাকে বিকৃত করে বিভিন্ন ভুঁইফোঁড় ওয়েবসাইট ভিত্তিহীন সংবাদ প্রচার করছে।
অনুসন্ধানে দেখা গেছে, এই ভুয়া পোস্টের বিস্তারিত অংশে একটি লিংক দেওয়া হয়েছে। লিংকটিতে ক্লিক করলে প্রথমে একটি ভুয়া সংবাদ প্রতিবেদন দেখানো হয়, যেখানে বস্তার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও হাতকড়া পরা তিন ব্যক্তিকে দেখা যায়। তবে কিছু সময় পরেই এই লিংক বিভিন্ন বিজ্ঞাপনে রিডাইরেক্ট হয়ে যায়।
রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, এই ছবিটি একটি বাংলা দৈনিকের ২০২৪ সালের ১২ আগস্টের প্রতিবেদনে ব্যবহৃত হয়েছিল। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, নেত্রকোনার দুর্গাপুরের আত্রাইখালী এলাকায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে ভারতীয় ৫৮ বস্তা চিনিসহ চার চোরাকারবারিকে আটক করা হয়।
সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়, তবে তাদের পরিচয় শুধুই চোরাকারবারি। তাদের র’-এর এজেন্ট হিসেবে আটক করার তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।
ফলে, গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে ভারতের গুপ্তচর সংস্থা ‘র’-এর চার এজেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আটক হওয়ার কোনো সত্যতা নেই। এটি একটি গুজব এবং বিভ্রান্তিকর তথ্য।