সম্প্রতি বাংলাদেশে ঘটে গেছে একটি বড় ধরনের ঘটনা। রাজধানী উত্তরায় ঘটে যায় ক্রেন দুর্ঘটনা আর এই দুর্ঘটনায় প্রাণ যায় ৫ জনের। এরপর থেকেই এ ঘটনা নিয়ে সারা দেশে বইছে শোকের হাওয়া।
এবার জানা গেল নতুন খবর। রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি প্রকল্পের গার্ডার একটি প্রাইভেটকারের ওপর পড়ে যাওয়া ক্রেনটি চালকের সহকারী চালাচ্ছিলেন এবং একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। তার নাম রাকিব হোসেন (২৩)।
র্যাব বলছে, রাকিব হোসেনের ক্রেন চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না। প্রধান চালক আল আমিনের হালকা গাড়ির লাইসেন্স থাকলেও ভারী যানবাহনের লাইসেন্স ছিল না।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ক্রেনের মূল চালক আল আমিন। তার কাছে হালকা গাড়ির লাইসেন্স থাকলেও ভারী যানবাহনের লাইসেন্স ছিল না। এছাড়া ঘটনার দিন আল আমিনের সহকারী রাকিব হোসেন ক্রেনটি চালাচ্ছিলেন। এ সময় আল আমিন বাইরে থেকে নির্দেশ দিচ্ছিলেন।
গত সোমবার এই ঘটনা ঘটে। আর এরপর থেকেই নড়েচড়ে বসে প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলে। সেই সাথে এই ঘটনার জের ধরে ক্রেন চালককসহ তার সহকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ ৯ জনকে গ্রেফতার করে র্যাব। বুধবার (১৭ আগস্ট) রাতে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়।