Friday , September 20 2024
Breaking News
Home / Entertainment / সেদিন কৌশলে নিজের জীবন বাঁচিয়েছিলেন শাহরুখ, জবাবে খুশি হয়ে রেহাই দেন আবু সালেম

সেদিন কৌশলে নিজের জীবন বাঁচিয়েছিলেন শাহরুখ, জবাবে খুশি হয়ে রেহাই দেন আবু সালেম

সম্প্রতি গত কয়েকদিন আগেই পাঞ্জাব সঙ্গীতশিল্পী সিধু মুসওয়ালাকে প্রকাশ্যে মা/রা/র পর বেশ ঘাবড়ে যান বলিউড ভাইজান সালমান খান। কেননা সিধু মুসওয়ালার ‘হ”ত্যা”কা”রীই ২০১৮ সালে সালমানকে ‘মে”রে’ ফেলা’র হু’মকি’ দিয়েছিলেন। আর এরই জের ধরে সালমানের নিরাপত্তা বাড়িয়ে দেন দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তবে আপনি কি জানেন- বলিউড বাদশাহ শাহরুখকেও হু’মকি দেয়া হয়েছিল।

আবু সালেম ভারতের সবচেয়ে কুখ্যাত গুন্ডাদের একজন। এক সময় তিনি ছিলেন আন্ডারওয়ার্ল্ডের ডন। ভীত নক্ষত্ররাও তার ভয়ে তীরে অবস্থান করত। সেই আবু সালেম হুমকি দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খানকেও!

কিন্তু আশ্চর্যের বিষয় হল শাহরুখ ভয় না পেয়ে দারুণ কৌশলে সেই হুমকি থেকে নিজেকে মুক্ত করেন।

সময়টা ছিল/ ১৯৯৭। প্রভাবশালী প্রযোজক গুলশান কুমারকে জনাকীর্ণ রাস্তায় /হ//ত্যা/ করা হয়। সেই ঘটনায় আত/ঙ্কে কাঁপছে গোটা বলিউড। তখন আরো কয়েকজন তারকাকেও টার্গেট করা হয়। তাদের একজন শাহরুখ খান।

গুজব আছে, কিং খানকে /হ//ত্যা/র জন্য গ্যাংস্টার আবু সালেম একজন শার্প শুটার ভাড়া করেছিলেন। কারণ, সালেমের ঘনিষ্ঠ এক প্রযোজকের সিনেমায় কাজ করতে রাজি হননি শাহরুখ।

ঝুঁকির আন্দাজে শাহরুখ খানের নিরাপত্তা জোরদার করেছে মুম্বাই পুলিশ। তার সাথে একজন সার্বক্ষণিক দেহরক্ষী নিয়োগ করুন। এমনকি কোথাও যাওয়ার সময় বেশ কিছু গাড়ি বদল করে নিয়ে যাওয়া হয় কিং খানকে।

শেষ পর্যন্ত শাহরুখের ফোনে আবু সালেমের ফোন আসে। ভয়ঙ্কর কণ্ঠে তাকে হ/ত্যা///র হুমকি দেন। শাহরুখ তখন ঘাবড়ে যাননি। বরং নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়েছেন। তিনি উত্তর দিয়েছিলেন, আপনি কাকে /গু/লি/ করবেন, সেটা যেমন আমি ঠিক করে দিই না। তেমনই আমি কোন সিনেমাটি করব, সেটাও আপনি ঠিক করে দেবেন না!’

শাহরুখের দারুন উত্তর পছন্দ করেছেন আবু সালেম। একই সঙ্গে শাহরুখের মুসলমান হওয়ার বিষয়টিও তিনি বিবেচনায় আনেন। কারণ আবু সালেম বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে মুসলিম তারকার জনপ্রিয়তা পছন্দ করতেন। তাই শাহরুখকে /হু/মকি থেকে মুক্তি দেন তিনি। বললেন, আর ভয় নেই। এখন থেকে নিরাপত্তা ছাড়াই চলাফেরা করতে পারবেন শাহরুখ।

উল্লেখ্য, ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে বলিউডে প্রথমবারের মতো পা রেখেই ভক্তদের মনের মাঝে জায়গা করে নেন শাহরুখ খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে-কভি খুশি কভি গম, কুছ কুছ হোতা হ্যায়, বাজিগর, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, ইত্যাদি।

About Rasel Khalifa

Check Also

অবশেষে তারেক রহমানের সঙ্গে মৌসুমীর সেই আলোচিত ছবি নিয়ে মুখ খুললেন ওমর সানী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সঙ্গে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *