সরকার নানা কৌশলে বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে রাজনৈতিক দলগুলো। দীর্ঘ দিন ধরে ক্ষমতায় থাকায় এক আধিপাত্য ধরে রাখার জন্য এমন অপকৌশল চালিয়ে যাচ্ছে সরকার। কিন্তু প্রতিটি বিষয় জনগণের সামনে তুলে ধরা সংবাদমাধ্যম গুলোর দায়্ত্বি। কারন সঠিক তথ্য উপাত্ত জনগণের সামনে তুলে ধরায় গনমাধ্যমকর্মীদের কাজ। বিএনপির সমাবেশের খবর ছাপানো প্রসঙ্গ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন রাজনৈতি বিশ্লেষক ড. আসিফ নজরুল পাঠকদের জন্য হুবাহু সেটি তুলে ধরা হল।
কাল বিএনপির বিশাল সমাবেশের খবর ঠিকমতো ছাপেনি বড় অনেক পত্রিকা।
এটা অসততা। আপনি বিএনপি বা অন্য দলকে অপছন্দ করতে পারেন। কিন্তু সেটা আপনার সাংবাদিকতার দায়িত্বকে ভূলিয়ে দিবে কেন?
এই অসৎ সাংবাদিকতার তীব্র নিন্দা করছি। এমন অসততা স্বৈরাচার আর অত্যাচারী শাসকের পক্ষে যায়।
প্রসঙ্গত, দেশের বড় সংবাদমাধ্যম গুলোতে বিএনপির সমাবেশ প্রকাশ না করায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, সঠিক খবর প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব অথচ তারা সেটা করছে না।