পাওনা টাকা না পেয়ে সম্প্রতি রাজধানী ঢাকার তীয় প্রেসক্লাবের সামনে প্রকাশ্যে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী গাজী আনিস। এ সময়ে দ্রুত একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করেন তিনি। পরবর্তীতে এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয় আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির (হেনোলাক্স) ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন ও তার স্ত্রী কোম্পানির পরিচালককে ফাতেমা আমিনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাজী আনিসের মৃত্যুর পর র্যাব-১ এ ঘটনার তদন্ত করে পরে রাতে উত্তরায় অভিযান চালিয়ে আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির (হেনোলাক্স) ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনকে গ্রেপ্তার করে।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, আনিস ১ কোটি ২৬ লাখ টাকা পাওনার দাবি করে এই কোম্পানির কাছে। মৃত্যুর গত কয়েকদিন আগে এক মানববন্ধননে এমনটাই জানিয়েছিলেন আনিস। কিন্তু টাকা না পেয়ে শেষমেষ হতাশাগ্রস্থ হয়ে নিজ শরীরে আগুন ধরিয়ে দেন তিনি।