রাজস্থানের উদয়পুরে রোববার রাজকীয় ঢঙে চার হাত এক হয়েছে অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার। রোববার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন তারা।
উদয়পুরে বিয়ের পর দিল্লিতে শ্বশুর বাড়িতে ফিরে আসেন পরিণীতি। আপাতত তিনি রাজধানীর রাঘবের বাংলোতে অবস্থান করছেন। বিয়ের পর এখনই হানিমুনের কোনো পরিকল্পনা নেই এই দম্পতির। তবে বিয়ের অনুষ্ঠানে কোনো কমতি রাখতে চান না তারা।
জানা গিয়েছে, বিরাট-আনুশকা, দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিকের মতো বেশ কয়েকটি শহরে রিসেপশন পার্টির আয়োজন করছেন রাঘব ও পরিণীতি। রাঘব দিল্লিতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। তার আত্মীয়-স্বজন ও বন্ধুদের বেশির ভাগই রাজধানীর বাসিন্দা। তাই সেখানে একটি রিসেপশন পার্টি থাকছেই।
তবে অনুষ্ঠানটি দিল্লিতে নয়, গুরুগ্রামের একটি বিলাসবহুল হোটেলে হতে চলেছে। দুই পরিবারের সদস্যরা গুরুগ্রামের ‘দ্য লীলা অ্যাম্বিয়্যান্স’ হোটেলে রিসেপশন পার্টির মেনু চূড়ান্ত করেছেন। দিল্লি ছাড়াও মুম্বাইয়ে একটি রিসেপশন পার্টির আয়োজন করা হচ্ছে। পরিণীতি যেহেতু পেশায় একজন বলিউড অভিনেত্রী, স্বাভাবিকভাবেই বিনোদন জগতের তারকাদের জন্য মায়ানগরীতে আরও একটি প্রীতিভোজের অনুষ্ঠান হবে।
আরও পড়ুন: যে দৃশ্যের কারণে সমালোচনায় জয়া
হানিমুন নিয়ে মুখ খোলেননি তারা। শোনা যাচ্ছে, বিয়ে সেরে নিজের আসন্ন ছবির প্রচারে ফিরবেন এই অভিনেত্রী। এ কারণেই এখনই হানিমুনে যাচ্ছেন না নবদম্পতি।