সিলেটে ভূগর্ভস্থ পানির স্তর বেশি নেমে গেছিলো তাই বেশি বন্যা আসছে সেই ভূগর্ভস্থ পানির স্তর রিচার্জ করার জন্য।
তোহ এইটা থুমি য়াগে বলবা না?
https://youtu.be/rH98mxua4ig
প্রসংঙ্গত, সিলেট জেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে পথ হারিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছেন মানুষ। শহর ও প্রতিটি উপজেলা প্লাবিত হলেও সরকার নীরব। বানভাসিদের সাহায্য করার জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগিদের মধ্যে অনেকেই।
এছাড়া বুধবার কানাইঘাট উপজেলার খেয়াঘাট এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে সিলেট জেলা বিএনপির নেতারা এ অভিযোগ করেন।
দুপুর আড়াইটায় জেলা বিএনপির পক্ষ থেকে প্রায় ৪০০ জনকে ত্রাণ দেওয়া হয়। এ সময় বন্যা দুর্গতদের শুকনো খাবার, চাল, আলুসহ অন্যান্য উপকরণ দেওয়া হয়। এ সময় অবিলম্বে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আগামীকাল জেলার দক্ষিণ সুরমা উপজেলায় বানভাসিদের খাদ্যসামগ্রী দেবে বিএনপি।