দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে নানান রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শর্ত সাপেক্ষে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না তিনি, ফলে দেশেই চিকিৎসা নিতে হচ্ছে তাকে। অসুস্থতার কারণে দিনের বেশির ভাগ সময়েই বিছানায় শুয়ে থাকতে হয় তাকে।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আগের শর্ত অনুযায়ী ষষ্ঠবারের মতো আরও ৬ মাস বাড়ানো হচ্ছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
রোববার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার যে আবেদন সেটি প্রধানমন্ত্রী সম্মতি প্রকাশ করেছেন। তাই মেয়াদ ৬ মাস বাড়ানো হবে। আমরা জিও জারি করে দেব।
তিনি বলেন, আদালতের দেওয়া আগের শর্ত অনুযায়ী মেয়াদ ৬ মাস বাড়ানো হচ্ছে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
গত ১১ সেপ্টেম্বর ষষ্ঠবারের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তার পরিবারের সদস্যরা। এই আবেদনটি ১১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছিল।
প্রতিবারই দুইটি শর্ত ছিল খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে ও তিনি বিদেশে যেতে পারবেন না।
তবে বিনপির বিভিন্ন নেতাকর্মীরা সংবাদ মাধ্যমকে দাবি করেছেন, দিন যতই যাচ্ছে ততই অসুস্থ হয়ে পড়ছেন খালেদা জিয়া, তাই তাকে যত দ্রুত সম্ভব বিদেশে নিতে না পারলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।