দুই জাপানি শিশু, জেসমিন মালেকা এবং তার ছোট বোন, তাদের জাপানি মা এরিকো নাকানোর সাথে থাকবেন। আর মেজ মেয়ে লায়লা লিনা তার বাংলাদেশি বাবা ইমরান শরিফের সঙ্গেই থাকবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আরও বলা হয়েছে, এরিকো নাকানো তার বড় মেয়েকে নিয়ে জাপান যেতে পারেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
গত বছরের ২৯ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান বাবা ইমরান শরীফের করা মামলা খারিজ করে রায় দেন, জাপানি বংশোদ্ভূত দুই সন্তানকে তাদের মায়ের হেফাজতে রাখা হবে। এই রায়ে ক্ষুব্ধ হয়ে ইমরান শরীফ আপিল করেন। ঢাকার পারিবারিক আপিল আদালতের তৎকালীন বিচারক এএইচএম হাবিবুর রহমান ভুঁইয়ার আদালত ১১ জুলাই বাবার করা আপিল খারিজ করে পারিবারিক আদালতের রায় বহাল রাখেন। তার মানে ওই দুই সন্তান মায়ের কাছে থাকবে। এরপর হাইকোর্টে আসেন বাবা ইমরান শরীফ।