বাংলা ছোট পর্দার তুমুল জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার অন্যতম জনপ্রিয় চিত্রপরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে বছরের বেশির ভাগ সময়টাই তাকে দেশের বাইরে কাটাতে হয়। এদিকে সম্প্রতি ‘বড় মঞ্চের তারকা’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন তিনি। আর এ সময়ে দুষ্টুমির ছলে মিথিলাকে প্রশ্ন করে পূর্ণিমা বলেন, কখনো কী ভেবেছেন, সৃজিত আর আপনি মিলে সৃজিলা হবেন?
এককথায় মিথিলার উত্তর, ‘একদমই না।’ তারপর কথাটাকে আরও বিস্তারিত করলেন মিথিলা, ‘এটা খুবই আকস্মিক ঘটনা। কখন কার সঙ্গে পরিচয় হবে, পরিণয় হবে, সেটা আসলে কোনো দিনও ভেবে হয় না। এটা আসলে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমি কোনো দিনও ভাবতে যাই নাই। এমনকি কোনো দিন কলকাতায়ও যাইনি। খুব যে আমার কলকাতার বাংলা সিনেমা দেখা, সেটাও না। সৃজিত মুখার্জি যে এত বড় পরিচালক, আমি জানতাম না। যখন কথা শুরু হয়, তখন ফেসবুকে সাধারণভাবেই আমরা কথা বলতাম। তখনো ভাবি নাই, এটা পরিচয় পরিণয়ের দিকে যাচ্ছে।’
পূর্ণিমার প্রশ্ন, প্রথম নক কে করেছে? ‘সৃজিতই প্রথম নক করে’, মিথিলার জবাব। ‘র্যানডমলি আমরা কথা বলতাম। সৃজিতের ভাষ্যমতে, ফেসবুকে আমার আইডির সাজেশন যাচ্ছিল ওর কাছে। তখন নাকি সৃজিত একটু আগ্রহ দেখিয়েছিল। আমি আসলে জানি না ওই প্রান্তে কী হয়েছে? প্রথম যখন আমাকে হাই বলে, তখন আমি চিনতে চাইলাম লোকটা কে? কমনফ্রেন্ড কে কে আছে? আর তার প্রোফাইলটা ভেরিফায়েডও ছিল না। আসলেই হাই বলা মানুষটি সৃজিত কি না, সেটাও বোঝার অপশন ছিল না। মনে মনে চিন্তা করেছি সত্যি হতেও পারে, আবার না–ও হতে পারে। এরপর আমি রিপ্লাই দিলাম। তখন দেখলাম, এটি আসলেই সৃজিতের প্রোফাইল। তারপর ভাগ্যে যা ছিল তাই হলো।’
প্রথম দেখা কলকাতা নাকি ঢাকাতে? ‘ঢাকাতেই আমাদের প্রথম দেখা হয়েছিল। সৃজিত খুব গোপনে আমার সঙ্গে ঢাকায় দেখা করতে আসে। আমাদের জানুয়ারিতে পরিচয় হয়, সৃজিত ফেব্রুয়ারিতে ঢাকায় দেখা করতে আসে। আমি চ্যাটে সৃজিতকে বলেছি অপরিচিত একটা মানুষের সঙ্গে আমার কথা বলাই উচিত না। দুই দিনের মধ্যে সৃজিত আমার সঙ্গে দেখা করতে আসে। ঢাকাতেই আমাদের প্রথম সামনাসামনি দেখা হয়েছে এবং পরিচয় হয়েছে।’
২০১৯ সালের জানুয়ারি মাসে পরিচয় আর ৬ ডিসেম্বর বিয়ে করলেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। দুজন মিলে হয়ে গেলেন সৃজিলা। তখনকার সৃজিত মুখার্জি আর এখনকার সৃজিত মুখার্জির মধ্যে পার্থক্য কী? মিথিলা খুব জোরের সঙ্গে বলেন, ‘অনেক অনেক পার্থক্য। আমরা শিল্পী হিসেবে হয়তো একরকম আর ব্যক্তিজীবনে আরেক রকম। এটা সবার ক্ষেত্রে সমান সত্যি, আমার ক্ষেত্রেও। অভিনেত্রী মিথিলা আর মানুষ মিথিলা আলাদা। যে কাছাকাছি থাকে, সেটা সে ভালো বুঝতে পারবে।’
দীর্ঘদিন প্রেমের পর ২০০৬ সালের ৩ আগস্ট জনপ্রিয় কন্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিথিলা। তবে দাম্পত্য জীবনের কলহের জের ধরে মাত্র ১১ বছরের মাথায় এ সম্পর্কের ইতি টানেন তিনি। এরপর ২০১৯ সালে সৃজিত মুখার্জিকে বিয়ের মধ্যে দিয়ে নতুন করে সংসার গড়েন মিথিলা।