কলকাতা বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার জলসার একটি ধারাবাহিক নাটক দিয়েই তার উত্থানে শুরু হয়েছিল মূলত বোঝেনা সে বোঝেনা নামক ওই নাটকটিতে তার যে চরিত্র দেয়া হয়েছে চরিত্রের নাম ছিল পাখি সেখান থেকেই তিনি পাখি নামে বাংলাদেশ এবং ভারতের ব্যাপকভাবে প্রচলিত হয়ে যান এবং তার প্রকৃত নামের থেকে তার এই পাখি নামের কারণে মানুষ তাকে চেনে
অভিনেত্রী মধুমিতা সরকার ও সৌরভ চক্রবর্তীর সংসার ভে’ঙেছে আগেই। বোঝে না সে বোঝা না সিরিয়ালের সেই পাখি খ্যাত মধুমিতা এখন সিনেমার নায়িকা। খো’লামে’লা রূপে পর্দায় উপস্থিত হন তিনি। এদিকে বি’চ্ছে’দের পরে সাবেক যুগল একস’ঙ্গে পর্দায় এলে সেই ছবি দর্শক বেশি পছন্দ করেন।
এ ধরনের একটি প্রবাদ চলতি আছে বলিউডে। শহীদ কাপুর-কারিনার ‘যব উই মেট’ থেকে শুরু করে রণবীর-দীপিকার ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিগুলো তার উদাহরণ। বি’চ্ছে’দের আড়াই বছর পরে মধুমিতার সঙ্গে কাজের সুযোগ পেলে কি করবেন? স্ত্রী (খাতায় কলমে তারা আজও স্বামী-স্ত্রী) মধুমিতার সঙ্গে কাজ করার প্রসঙ্গে সাফ জানিয়ে দিলেন, তিনি এতোটাও পেশাদার হতে পারবেন না। সৌরভের ধারণা, তার মতো মধুমিতারও অ’স্বস্তি হবে একসঙ্গে কাজ করতে। তিনিও রাজি হবেন না।
এই অভিনেতার ভাষ্য, ‘‘আমার কাছে আড়াই ঘ’ণ্টার ছবির সাফল্যের চেয়ে একসঙ্গে জীবন যাপন করার সাফল্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার মা ও বাবা ঠিক যেভাবে সারা জীবন কা’টিয়েছে। আড়াই ঘণ্টার জন্য এটা করতে চাই না। প্রয়োজন নেই বলেই মনে হয় আমার।’ পরিচালক অ’ঞ্জন দত্তের প্রথম ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস’-এ একজন পরিচালকের ভূমিকায় দেখা যাবে সৌরভকে।
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ধারাবাহিক নাটক থেকে সাফল্য পেয়ে সিনেমা অঙ্গনেও ব্যাপকভাবে সফলতা আমার জন্য নিজেকে প্রস্তুত করছেন তবে এরই ধারাবাহিকতায় তিনি বিভিন্ন খোলামেলা শট করেছেন মাঝেমধ্যে এবং সেগুলো নিয়ে আলোচনা-সমালোচনা উঠছে প্রতিনিয়ত তবে ধারাবাহিক নাটকে তার জনপ্রিয়তা প্রচুর এবং তাকে পাখি নামেই সবাই সম্মোধন করে থাকে