গত কয়েকদিনেই অনেকটা আন্দাজ করা যাচ্ছিল, রীতিমতো মাত্রা ছাড়িয়ে যাচ্ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তবে এরপরও নিজেকে সংযত করেননি তিনি। একের পর এক উসকানিমূলক বক্তব্য দিয়ে গেছেন তিনি। আর এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি ফোনালাপ ফাঁস হওয়ায় বেশ বিপাকে পড়ে অবশেষে পদত্যাগ করতে হলো তাকে।
তবে এদিকে এবার সামনে এলো তার আরেকটি ঘটনা।
জানা যায়, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দফতর পুনরায় সাজানোর কাজ শুরু হয়েছিল ১০ দিন আগে। করা হচ্ছিল নতুনভাবে ডেকোরেশন। কাজ শেষ হতে মাত্র একদিন বাকি। তার আগেই আজ পদত্যাগ করতে হলো প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে।
বিতর্কিত মন্তব্যের পর সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর নির্দেশের পর মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে নিজ দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়েছেন ডা. মুরাদ।
ডেকোরেশনের কাজ করা একজন শ্রমিক সাংবাদিকদের বলেন, ১০/১২ দিন আগে রুমটি নতুনভাবে ডেকোরেশন করার কাজ শুরু হয়েছিল। কালকের (বুধবার) মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।
কয়েকদিন আগেও রুমটি পরিদর্শন করার সময় যারা কাজ করছিলেন তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘সুন্দরভাবে কাজটি কর, আর কতদিন থাকি না থাকি জানি না।’
এর আগে গত রোববার (৫ ডিসেম্বর) রাতে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক ইমনের সঙ্গে মুঠো ফোনে তারকথোপকথনেরএকটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রীতিমতো সমালোচনার তুঙ্গে পৌছে যান তিনি। আর এরই মধ্যে তার পদত্যাগের ঘোষণায় যেন সস্তিতে ফিরেছেন সকলেই।