বাংলাদেশের সব থেকে বড় এবং প্রাচীন রাজনৈতিক দল হলো বাংলাদেশ আওয়ামীলীগ।আর এই দলটি টানা তিন বার রয়েছে রাষ্ট্র ক্ষমতায়। যার ফলে এই দলটিকে নিয়ে প্রতিনিয়তই হয়ে থাকে নানা ধরনের আলোচনা সমালোচনা। এ দিকে এবার আওয়ামীলীগের নেতা কর্মীদের টাকার হিসেবে দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
সরকারি দলের নেতাকর্মীরা গত এক বছরে শুধু সুইস ব্যাংকে চার লাখ কোটি টাকা জমা রেখেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, এছাড়া দেশের টাকা দুবাই ও থাইল্যান্ডেও যাচ্ছে।
শনিবার বিকেলে জামালপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জিএম কাদের বলেন, সাধারণ মানুষের টাকা নেই। দেশের মেগা প্রকল্পের জন্য নেওয়া ঋণ আগামী বছরের মধ্যে প্রায় ২২ বিলিয়ন ডলার সুদসহ পরিশোধ করতে হবে।
জিএম কাদের ভবিষ্যতে রিজার্ভ সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।
জিএম কাদের জেলা কমিটির সভাপতি হিসেবে মোস্তফা আল মাহমুদ ও সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন খানের নাম ঘোষণা করেন।
প্রসঙ্গত, এ দিকে জাতীয় পার্টি নিয়েও এখন চলছে নানা ধরনের অস্থিরতা।তাদের দলের মধ্যে লেগে আছে বড় ধরণের কোন্দ্রল।