গোটা পৃথিবী জুড়ে বৈশ্বিক মহামারি চলছে দীর্ঘ দিন ধরে। এই মহামারির প্রকোপ বিশ্ব জুড়ে দেখা দিয়েছে নানা ধরনের সংকট। এমনকি নতুন করে এই মহামারি নিয়ে মানুষের মাঝে ভীতি বিরাজ করছে। বাংলাদেশেও এই ভীতি দেখা দিয়েছে। এই সংকটময় পরিস্তিতিতেও বিশেষ কাজে সুইজ্যারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়ে ছিলেন বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তবে হঠাৎ করেই মাঝপথে ভ্রমন বাতিল করে দেশে ফিরে এসেছেন তিনি।
সুইজ্যারল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েও মাঝপথে দেশে ফিরে এসেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। রোববার (২৮ নভেম্বর) স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ক/রো/না ভা/ই/রা/সের নতুন ভ্যারিয়েন্টের গুরুত্ব অনুধাবন করে এবং এ বিষয়ে করণীয় ঠিক করতে সরকারি প্রোগ্রামে রওনা দিয়েও মাঝপথে দুবাই থেকে আরেকটি ফ্লাইটে রাত ১১ টায় দেশে ফিরে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে ও/মি/ক্র/ন মোকাবিলা করার বিষয়টি নিয়ে তিনি খুব দ্রুতই জাতীয় পরামর্শক কমিটির সাথে জরুরি বৈঠক করবেন বলেও জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ অফিসারের নামোল্লেখিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠক শেষে সেদিনই মিডিয়া ব্রিফ করে স্বাস্থ্যখাতের প্রস্তুতির আপডেট তথ্য দেশবাসীকে অবগত করবেন স্বাস্থ্যমন্ত্রী।
বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও মহামারি বিরাজ করছে দীর্ঘ দুই বছর ধরে। এতে করে দেশে বিভিন্ন খাতে নানা ধরনের সংকট দেখা দিয়েছে। তবে চলমান সকল সংকটময় পরিস্তিতি মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ গ্রহন করেছেন বাংলাদেশ সরকার। এবং সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করছে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিরা।