Thursday , November 14 2024
Breaking News
Home / Countrywide / সীমান্তে বিজিবি সদস্য নিহত: ভারতের আচরণ আর বন্ধুপ্রতিম নয়, ‘বন্দুকপ্রতিম’

সীমান্তে বিজিবি সদস্য নিহত: ভারতের আচরণ আর বন্ধুপ্রতিম নয়, ‘বন্দুকপ্রতিম’

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন আর বন্ধুপ্রতিম নয়, এটি বন্দুকপ্রতিম বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এ পর্যন্ত ভারতীয় বিএসএফের হাতে সাধারণ বাংলাদেশিদের নিহত হতে দেখেছি। এখন দেখছি সীমান্তে বিজিবির কোনো নিরাপত্তা নেই। গতকাল (সোমবার) যশোর সীমান্তের ধান্যখোলা বিওপি জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারতীয় বিএসএফের গুলিতে মোহাম্মদ রইশুদ্দীন নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

তিনি বলেন, “অন্য দেশের সীমান্তরক্ষীদের হাতে স্বাধীন দেশের সীমান্তরক্ষীদের হত্যা কোনো সাধারণ ঘটনা নয়। বরং এতে রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত। আমরা উদ্বেগের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, শেখ হাসিনার ক্ষমতা লোভের ফলে নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ আজ তাঁবেদারি রাষ্ট্র। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি পর্যন্ত নিরাপত্তাহীনতায়। বাংলাদেশের সঙ্গে ভারতের ক্ষমতাসীন সরকারের আচরণ এখন আর বন্ধুপ্রতিম নয়, বন্দুকপ্রতিম।’

রিজভী দাবি করেন, ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত ‘ডামি সরকার’ এখন ‘ডামি সংসদের’ জন্য ‘ডামি বিরোধী দল’ খুঁজছে।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘একজন মাত্র ব্যক্তির ক্ষমতালিপ্সার কারণে দেশের পুরো নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে আস্থাহীন, অকার্যকর ও হাস্যকর করে ফেলা হয়েছে। জনগণের ভোট ছাড়াই যেহেতু ক্ষমতায় আঁকড়ে থাকা যায়, ফলে জনগণের কাছে এই ফ্যাসিস্ট সরকারের কোনো জবাবদিহিতা নেই।ডামি সরকার অবৈধ ক্ষমতার উষ্ণতা অনুভব করলেও দেশের অধিকাংশ মানুষ এখন অসহায়।

রিজভী প্রশ্ন তোলেন, মানুষ প্রতিদিনের খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে, সেখানে শীতার্ত মানুষ গরম কাপড় পাবে কীভাবে? তিনি বলেন, ‘দুর্নীতিবাজ সরকার এসব মানুষের প্রতি উদাসীন। মানুষ অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের পেছনে লাগিয়ে দেয়া হচ্ছে।হামলা-মামলায় জর্জরিত গণতন্ত্র কামী মানুষ।’

About Rasel Khalifa

Check Also

উপদেষ্টা পরিষদেই বৈষম্য

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আঞ্চলিক বৈষম্যের অভিযোগ উঠেছে। ২৪ সদস্যের এই পরিষদে ১৩ জনই চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *