গতকাল শনিবার ( Yesterday Saturday ) (৪ জুন ( June )) রাত ( Night ) সাড়ে ৯টার ( ৯টার ) দিকে সীতাকুণ্ডের ( Sitakunda ) কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যখন ফায়ার সার্ভিস ( Fire service ) কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনতে ব্যস্ত, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এ বিষয়টি সবাইকে অবগত করছিলেন ওয়ালিউর রহমান নামে এক তরুণ। আর এরপরই দুরদুরান্ত থেকে ছুটে আসে অনেকেই।
লাইভে থাকা অবস্থায় দেখা যায় হঠাৎ বিস্ফোরণ। এরপরই স্ক্রিন অন্ধকার হয়ে যায়। এরপর বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও কোনো সন্ধান মিলছিল না তার। তবে রাত ( Night ) ২টার দিকে ফেসবুক লাইভকারী তরুণ ওয়ালিউর রহমানের লাশ আসে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে।
এদিকে হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ( Night ) দেড়টার দিকে ৩০ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এবং মৃ/ত অবস্থায় আনা হয় একজনকে। আর ঐ মৃ/ত/দেহ অন্য আর কারো নয়, সোশ্যাল মিডিয়ায় লাইভে আসা সেই ওয়ালিউর রহমানেরই ( Waliur Rahman ) মৃ/তদেহ।