বিষয়টি অনেকের কাছে অবাক করা হতেই পারে, কিন্তু বাস্তবেই এবার এমনই একটি ঘটনা ঘটনা ঘটেছে সিলেটে নগরের লামাবাজার এলাকায়। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বুধবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে আইরিন সুলতানা (৩৫) নামে এক নারীকে নিজের স্ত্রী দাবি করে রীতিমতো হাতাহাতিতে লিপ্ত হন দুই ব্যক্তি।
আইরিন সুলতানা কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাহজাহান মিয়ার মেয়ে। স্বামী হিসেবে দাবি করা দুই ব্যক্তি হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাদিয়া গ্রামের খোকন মিয়া (৪৫) ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার কাউয়াদী গ্রামের কবির হোসেন (৩৬)।
জানা গেছে, প্রায় ১৯ বছর আগে আইরিন সুলতানার সঙ্গে খোকন মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে চার সন্তান রয়েছে। প্রায় চার বছর আগে খোকন তার স্ত্রী-সন্তানকে সিলেটে ভাড়া বাসায় রেখে মালদ্বীপে যান। খোকন বিদেশে যাওয়ার পর প্রায় দেড় বছর আগে কবির হোসেনের সঙ্গে সম্পর্ক শুরু হয় আইরিনের। কবির ও আইরিন আদালতে গিয়ে বিয়ে করেন। বিয়ের সময় আইরিনকে ডিভোর্স বলে দাবি করেন। খবর পেয়ে খোকন বাড়ি ফিরে স্ত্রী আইরিনকে খুঁজতে থাকেন।
বুধবার দুপুরে লামাবাজার এলাকায় আইরিন ও কবিরকে খুঁজে পান খোকন। এ সময় তাদের মধ্যে হাতাহাতি হয়।
এ বিষয়ে কাউন্সিলর রেবেকা আক্তার বলেন, ওই নারীকে দুজনেই নিজেদের স্ত্রী দাবি করছেন। তাদের কাছে নাকি প্রমাণ আছে। পরে তিনজনকেই পুলিশের হাতে তুলে দিয়েছি।
একে এ বিষয়টি শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের উভয়কেই থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনজনের মধ্যে সমঝোতা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।