Monday , December 23 2024
Breaking News
Home / Entertainment / সিধুর মৃত্যুর পর সালমানকে নিয়ে চিন্তিত পুলিশ, কোনো ঝুঁকি না নেয়েই বাড়ানো হলো নিরাপত্তা

সিধুর মৃত্যুর পর সালমানকে নিয়ে চিন্তিত পুলিশ, কোনো ঝুঁকি না নেয়েই বাড়ানো হলো নিরাপত্তা

সম্প্রতি প্রকাশ্যে ”হ”ত্যা”র’ শিকার হয়েছেন পাঞ্জাবি অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী সিধু মুসেওয়ালা। এ ঘটনায় তার শরীরে অন্তত দশটিরও অধিক বু’লে”ট পাওয়া গেছে। তবে এদিকে জানা গেছে, ইতিমধ্যে তার ‘খু”নে’র দায় স্বীকার করে নিয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ( Lawrence Vishnoi ) দল। আর সেই ধারাবাহিকতায় এবার বলিউড সুপার স্টার অভিনেতা ও সঙ্গীতশিল্পী সালমান খানের ( Salman Khan ) নিরাপত্তা বাড়ানো হলো।

২০১৮ সালে ( ) ভাইজানকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার হুমকি দিয়েছিল লরেন্স। সেই কারণেই সিধুর মৃত্যুর পর আর কোনও ঝুঁকি নিতে চাইছে না মুম্বই পুলিশ ( police )।

হরিয়ানা স্পেশাল টাস্ক ফোর্সের ( Special Task Force ) কাছ থেকে লরেন্সের কথা জানার পর পুলিশ ( police ) অস্থির হয়ে ওঠে। পুলিশ ( police ) জানায়, সালমান এই মু’হূর্তে বাড়িতে নেই। এদিকে কানাডিয়ান মবস্টার গোল্ডি ব্রার’ ‘হ”ত্যা”র দায় স্বীকার করেছে বলে জানা গেছে। গোল্ডি লরেন্সের ( Goldie Lawrence ) খুব কাছাকাছি। আর সেই কথা মাথায় রেখেই ইতিমধ্যেই তারকার বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশেপাশে যাতে ভিড় না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।

২০১৮ সালে, লরেন্স বিষ্ণু বলেছিলেন, “যদি আমি করি তবে জানা যাবে। আমি যোধপুরে সালমানকে ‘মে’রে’ ফে’লব। আমি এখনও কিছু করিনি। আমাকে বিনা কারণে জড়ানো হচ্ছে।’

এদিকে সিধুর মৃত্যুর ঘটনায় গোটা বিনোদন পাড়ায় বেশ শোরগোল লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে, গুণী এই শিল্পীর এমন মৃত্যু কোনো ভাবেই মেনে নিতে পারছে না ভক্ত-শুভাকাঙ্খিরা। আর সেই আলোকে এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আয়তায় আনার দাবি জানিয়েছেন তারা।

About Rasel Khalifa

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *