পাতানো নির্বাচন করে আবারও ক্ষমতা দখল করেছে আওয়ামীলীগ।কিন্তু সবাইকে বলছে এ রকম সুষ্ঠু ও অবাধ নির্বাচন কখনো হয়নি দেশে।জনগণের কোনো আখাঙ্খা পূরন হয়নি নির্বাচনে শুধু মাত্র আওয়ালীগের ছাড়া। এটা যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বলার কোনো ভাষা থাকে না।ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য বিরোধী দলকে ভোটের মাঠে বাইরে রেখেছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
বাংলাদেশ রাষ্ট্রটাকে হাসিনা গ্লোরিফায়েড মিউনিসিপালিটি বানাইছে। মিউনিসিপ্যালটির যা কাজ সেটাকে রাষ্ট্রের কাজ বলে চালায়। পুলিশকে বানাইছে চৌকিদার, আর সেনাবাহিনীকে বানাইছে মিউনিসিপালিটি পুলিশ। এমপিদের বানাইছে ওয়ার্ড কমিশনার। আদালতকে বানাইছে মাতব্বরের শালিশ। আর পি এম পদটারে বানাইছে সিটি মেয়র। সিটি মেয়র রাষ্ট্রকে রিপোর্ট করে আর সেইটা হইতেছে দিল্লীতে। মমতা ব্যানার্জি তাও একটা প্রদেশের মুখ্যমন্ত্রী। কাডাল রানীর সেই মর্যাদাও নাই।