ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারো সংঘর্ষের আশঙ্কায় রাজধানীর বিজ্ঞান এলাকায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এসময় ধানমন্ডির ১ নম্বর সড়কে জড়ো হওয়া ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। রোববার (২৮ জানুয়ারি) বেলা ১১টা ৫২ মিনিটে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের ঘটনা ঘটে।
এদিকে নিউমার্কেট ও ধানমন্ডি থানায়ও ডিএমপির অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
রোববার সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজের নাঈম স্ট্রিটের সামনে, ঢাকা সিটি কলেজের প্রধান ফটকের সামনে ও সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্সের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
রাজধানীর ধানমন্ডিতে ঢাকা সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ প্রশাসন। আশেপাশের কোনো কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মারামারি বা ঝামেলায় না জড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফেসবুকে ধমক দেওয়ার বিষয়েও সতর্কতা রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। বাস ও লেগুনা ভাঙচুর করা হয়। এ ছাড়া আহত হয়েছেন কয়েকজন।